পাতা:চিকিৎসাসার.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y e & করিলে কখন ২ ভাল হইতে পারে, কিন্তু অধিক মার্জন করিতে হইবে, যেন শরীর শীতল না হয়। আর উক্ত রোগের হ্রাসত হইলেও কখন ২ পেটের বিকার হয়, ক্ষুধা হয় না, শরীর দুৰ্ব্বল হয়, তাহার নিমিত্ত নীচের লিখিত উপায় করিবে । প্রথমে ছুই দিবস পর্যন্ত পাতলা দ্রব্য, যথা ভাতের ফেন কিম্বা আরারট অথবা পালো খাইতে দিবে। দাস্ত বন্ধ হইলে পরে এক কিম্বা দুই দিবস ব্লপিল কিম্বা কালামিল খাওয়াইবে। তাহার কতক দিন পরে কিঞ্চিৎ ভেরেণ্ডার তৈল কিম্বা জালাপ দিতে হইবে, যেন উদর পরিষ্কার থাকে, আর এক কিম্বা দুই দাস্ত প্রত্যহ হয়। যদি স্যাৎ শরীর দুৰ্ব্বল হয় কিম্বা ক্ষুধা না হয়, তবে তাহার নিমিত্তে বলদায়ক ঔষধ খাওয়াইবে । যথা, কুইনাইন • • • • • • • • • ৫ রতি রেউচিনি . . . . . . . . . . ১০ ঐ জেনসন একৃষ্ট্রাকৃট . . . . . . ১০ ঐ এই তিন দ্রব্যকে একত্র মিশিত করিয়া ১০ দশটা গুলি করিয়া প্রত্যহ দুই সন্ধ্যায় ছুইটী ২ গুলি খাওয়াইবে, কিম্বা চিরশতার জল তিন সন্ধ্যায় তিন ছটাক খাওয়াইবে; ইহাতে উক্ত বিষয় শুধরাইতে পারে । -mm-es essess=