পাতা:চিকিৎসাসার.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y > 8 অন্যপ্রকার বাতরোগ । চিহ্ন । পায়েতে, বিশেষতঃ বৃদ্ধ অঙ্গুলিতে বেদন হয়, এবং কখনই এক গণইটেতে ও ঐ রোগ হইয়া থাকে। উপায় । অলপ আহার করিবে কিম্বা করাইবে । বিলাতি উপায় । কলচিকম টংচর এক বারেতে কুড়ি ফোটার হিসাবে দিবসের মধ্যে চারি পাচ বার খাওয়াইবে, যে পর্য্যন্ত আরাম না হয় । আর যদি স্যাৎ ঐ বিলাতি উপায় না পাওয়া যায়, তবে পূৰ্ব্বোক্ত বাতরোগের নিমিত্তে যে সকল উপায় লিখিয়াছি, সেই সকল উপায় করিলে এপ্রকার বণতরোগও অারণম হইতে পারে । পক্ষাঘাত রোগের বিবরণী । এই রোগ দুই প্রকার হয়। এক প্রকার, অতি দুৰ্ব্বল ও বৃদ্ধ লোকদিগের হয়, তাহার উপায় নাই। অন্য প্রকার, অন্প বৃদ্ধ কিম্বা মোটা লোক অথবা অধিক আহারিদের হয়, তাহার চিকু। চিহ্ন । কতক দিবস পর্য্যন্ত মস্তক ভারি হইয়া কামড়ায় ;