পাতা:চিকিৎসাসার.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২ ৩ খাইতে দিবে না, সৰ্ব্বদা ঠাণ্ডা চিকিৎসা করিবে, যাহাতে শরীর সর্বদা ঠাণ্ডা থাকে, আর আপনি চঞ্চল থাকিবে, ইহার নিমিত্তে সৰ্ব্বদা শ্রম করবে, ইটিয়া বেড়াইবে, ও লাফাইবে, পাছে শরীরে আলস্য হয়। এবং অণ্ডকোষের নিকটহইতে গুহ্যদ্বার পর্য্যন্ত ফোস্কাজনক মলম বসাইবে, কিম্বা সটন লাগাইবে, আর শলার মুখেতে মোম লাগাইয়া তাহার উপরে লুনার কষ্টিক লাগাইয়া ফোকনগর <、 মুখপৰ্য্যন্ত সেই শলা গলাইয়া দিয়া যেন লুনার কষ্টিক মিলিয়া যায়, এই জন্যে অৰ্দ্ধ দণ্ড পর্য্যন্ত তাহার ভিতরে রাখিবে । ঔষধ । কালামিল • • • • • • • • • • ১ রতি মুসকবর . . . . . . . . . . . . ৪ ঐ এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া দুইটী বটিকা তৈয়ার করিয়া একেবারে খাওয়াইবে। এই প্রকারে আরাম হওন পর্য্যন্ত, তিন ২ দিবস অন্তর এক ২ বার করিবে। আর নিত্য ঐ ঔষধ কিম্বা অন্য কোন রকম জোলাপ খাওয়াইবে, যেন নিত্য ২ কোষ্ঠ পরিস্কার হয়। ঔষধ খাওয়াইবার সময়ে শলাতে লুনার কষ্টিক লাগাইয়া প্রস্রাব নলির ভিতরে দিবে, কিম্বা লুনার কষ্টিকের জলের পিচকারি মারিবে, ইহাতেও আরাম হইতে পারে। কিন্তু কখন ২ ঐ রোগ