পাতা:চিকিৎসাসার.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》冬经 ও কামেচ্ছ না হইলেও পড়ে। আর যদি স্যাৎ স্বেচ্ছা পূৰ্ব্বক কাম না হয়, তবে তাহাতে শরীর এবং মন দুৰ্ব্বল হয়, শরীর শুষ্ক হয়। কোন ২ সময় ঐ রোগের দ্বারায় মনুষ্যের প্রাণ বিয়োগ হয়, অথবা ঐ দুর্বলতার জন্য আরো নানা প্রকার রোগ শরীরে জন্মে, তাহাতেও প্রাণ বিয়োগ হইতে পারে, কিম্বা পাগলও হইতে পারে, আর এই রোগেতে অনেকেরি ক্ষতি হইতে পারে । কারণ । অশুচি মনের এবং অশুচি কৰ্ম্মের দ্বারা ও স্বহস্তে বীৰ্য্য স্থালন করিলে ঐ রোগ জন্মায়। উপায় । আপন হস্তে বীৰ্য খলন করণ সম্পূর্ণ ৰূপে বন্দ করাইবে ; বিবাহ করিলে ভাল হইবে ; কেবল আপন স্ত্রীর নিকটে সৰ্ব্বদা থাকিবে। আর পাগল হইলে কিম্বা পাগল না হইলেও কেহ আপনাকে যদি স্থাৎ দমন করিতে না পারে, তবে তাহাকে এমত বান্ধিতে হইবে, যেন সে আপনার শরীরকে স্পর্শ করিতে না পারে। এবং অশুচি কৰ্ম্মের বিষয়েতে যেন ভাবনা না থাকে, এই নিমিত্তে মনকে শুচি করিতে হইবে । চিকিৎসার বিবরণ। অম্প আহার করাইবে; দুগ্ধ ও মাংস ও মসলাদি м 3