বিষয়বস্তুতে চলুন

পাতা:চিকিৎসাসার.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిపె ইহাকে অর্থ ঘণ্টা পৰ্য্যন্ত সিদ্ধ করিবে, পরে ছাকিয় লইয়া আঠা নির্গত হওন পৰ্য্যন্ত সেই জলকে ক্রমে অগ্নির দ্বারায় শুষ্ক করিবে, পরে দুই ধান ওজনে তাহা ব্যবহার করিবে । গাজী টীকচর । গাজার আঠা . . . . . . . . ১৷e রতি আলকোহল . . . . . . . . ১০ ঐ এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিলেই উক্ত বিষয় তৈয়ারি হয়, তাহাকে তিন পান করিবে । বগাণ্ড পিচ । জন্ম । এক বৃক্ষের আঠা । চিহ্ন । অলপ হরিদ্রাবর্ণ আঠা; গন্ধ তারপিন তৈলের ন্যায় । উপকার । স্তিকিং পলাষ্টারেতে দেওয়া যায়, ও চৰ্ম্ম নরম করিবার জন্য লাগাইতে হয় । আর কটিতে বেদন হইলে তাহা নাশ করিবার জন্য উক্ত ঔষধকে কোমরে ৰান্ধিতে হয়। এবং বহু দিবসের পুরাতন বাতেতে দেওয়া যায় । s 3