বিষয়বস্তুতে চলুন

পাতা:চিকিৎসাসার.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS$ూ उtब्रनिन देऊल ? জন্ম । এক বৃক্ষের আঠাহইতে উৎপন্ন হয় । তৈলের ন্যায় । উপকার । চৰ্ম্মের উপরে জখম হইলে কিম্বা বাত হইলে ঐ তৈল মালিশ করা যায়; খাইলে দাস্ত হয়, অন্তরের পোকাদি নাশ হয়। ভেরেও তৈলের সঙ্গে মিশ্ৰিত করিয়া খাওয়াইতে হয় । ওজন । ১১ মাষাতে সমভাগ ভেরেণ্ডার তৈল মিশ্ৰিত করিয়া খাওয়াইবে । আর ডিম্বের সফেদার সঙ্গে মিশ্ৰিত করিয়া খাওয়াইলে তাহার মন্দ আস্বাদ বোধ হয় না । তার অথবা আtলকাতরা । জন্ম । এক বৃক্ষের আঠা । চিহ্ন । মাথগুড়ের ন্যায় কালোবর্ণ আঠা; আস্বাদন গরম ; গন্ধ তারপিন তৈলের ন্যায়। উপকার। মলমের সঙ্গে মিশ্রিত হয়, নানা প্রকার ঘায়েতে দেওয়া যায় ।