లి 8 e প্রস্থান নাড়ীর নিকটে কদাচ উক্ত বিষয় করিবে না। তাহার কারণ এই যে যদিস্যাৎ প্রস্থান নাড়ীতে দৈবাৎ অস্ত্র লাগিয়া কাটুিয়া যায়, তবে তাহার রক্ত বদ্ধ করা বড় কঠিন হয়। এই জন্য প্রথমে অঙ্গুলির দ্বারা টিপিয়া দেখিবে, যে নাড়ী ধূক ২ করে, তাহাতে অস্ত্র করিবে না; যে নাড়ী ধূক ২ না করে, সেই নাড়ীতে অস্ত্র করিয়া মনুষ্যের শক্তি অনুসারে কিম্বা রোগ অনুসারে শরীরহইতে তিন ছটাক অবধি অৰ্দ্ধ সের পর্য্যন্ত রক্ত বাহির করিতে পারিবে । যদিস্তাৎ শরীরের কোন স্থানে বদ রক্ত জমা হইয়া থাকে, তবে সেই স্থানে কিম্বা তাহার নিকটে জোক বসাইবে। আর মস্তক ভারী হইলে কিম্বা চক্ষু লালবর্ণ হইলে, চক্ষুর পাশ্ব হইতে কর্ণ পৰ্য্যস্ত ইহার মধ্যে যে স্থান, সেই স্থানের অর্থাৎ রগের প্রস্থান নাড়ীকে চিরিয়া তাহণহইতে রক্ত বাছির করিবে। তাহাতে সেই নাড়ীর রক্ত বন্ধ না হইয়া যদি ক্রমাগত নিৰ্গত হয়, তবে পাচ সাত খাম নেকড়া একত্রে ভাজ করিয়া এক অঙ্গুলি আন্দাজ মোটা করিয়া সেই চের ঘায়ের মুখেতে বসাইয়া একটী পটার দ্বারা তাহাকে শক্ত করিয়া বান্ধিয়া দিলে সেই রক্ত বন্ধ হইবে। কিন্তু মাংসের ভিতরের প্রস্থান নাড়ীতে দৈবাৎ অস্ত্র লা
পাতা:চিকিৎসাসার.djvu/৩৫৯
অবয়ব