পাতা:চিকিৎসাসার.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ আন্দাজ ১০ দশ বুরুল, ও চোড়া আন্দাজ ১৷ ডেড় বুরুল হইবে, ও তাহার অধঃস্থ ভাগহইতে উৰ্দ্ধ ভাগ । কিঞ্চিৎ চোড়া। আর পাজরের ছয় যোড়া হাড়ের মুখ কোমলাস্থিদ্বারা বক্ষেস্থির উভয় পার্শ্বে জড়িত হইয়া আছে, ও বক্ষেস্থির উপরের দুই দিগের কোণের সহিত দুই খান কণ্ঠাস্থি জড়িত হইয়াছে। বাল্যাবস্থায় বক্ষোস্থির অধো ভাগ অতিশয় নরম ও চিমড়া হয়, কারণ বালকেরা আছাড় খাইয়া পড়িলে অথবা তাহাদিগকে শক্ত করিয়া ধরিলে উক্ত হাড়েতে কোন জখম লাগিবে না ও ভগ্ন হইবে না। বয়ঃক্রম অধিক হইলে উক্ত হাড় বক্ষঃস্থলকে দৃঢ় করিয়া রাখিবার জন্যে অন্য ২ হাড়ের ন্যায় শক্ত হয় । কণ্ঠীস্থি । কণ্ঠাস্থি লম্বা আন্দাজ ৯ বুরুল হইবে, তাহার অনুপ্রস্থ গোলাকার। সে হাড় অলপ বাকা, তাহার এক মুখ বক্ষোস্থির কোণের সহিত, অন্য মুখ বাহুমুলের গণইটের সহিত, জড়িত হইয়াছে। কণ্ঠাস্থি চলাচল হইতে পারে না, তথাপি কতকগুলি শিরা ঐ অস্থির চতুৰ্দ্দিগে লগ্ন হইয়াছে, যাহার দ্বারা হস্ত চলাচল হইতেছে। পাজরের উপরে ও গলার নীচে এই উভয় হাড়ের সন্ধিস্থানে যে অস্থি দৃশ্য হইতেছে, তাহাকেই কণ্ঠাস্থি কহ যায়। с 3