পাতা:চিকিৎসাসার.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

い28へ○ অস্ত্রের দ্বারা ধরিয়া তাহার মুখেতে স্থত বান্ধিলে রক্ত বন্ধ হইবে। আর উক্ত উপায়েতে ঐ ঘা শুষ্ক না হইয়া যদিস্যাৎ তাহার মধ্যে পূৰ্য জন্মে, তবে প্রত্যহ ঐ পট আদি খুলিয়া তাহাকে সাবানের জলেতে উত্তমৰূপে ধৌত করিয়া ঐ পটী আদি বান্ধিয়া দিবে। আর যদিস্তাৎ ঐ ঘা পচিবার ন্যায় হইয় তাহার চতুদিগের মাংস ক্ষয় হইতে আরম্ভ হয়,কিম্বা জ্বালা করে, \g পুঁ্য মলিন হইয়া পড়ে, তবে আরাম হওন পর্য্যন্ত সেই ঘাকে ভূঁতিয়ার জলেতে প্রত্যহ ধৌত করাইবে। চেরাঘায়ের বিবরণ। শরীরের কোন স্থানে আঘাত লাগিয়া চিরিয়া গেলে তাহাকে শীতল জলেতে উত্তমৰূপে ধেীত করিয়া তাহার উপরে মলমের পটী বসাইবে, পরে সেই পটীর উপরে নেকড়া জড়াইবে, পরে বেদনা রহিত হওন পৰ্য্যন্ত তাহার উপরে ক্রমিক দুই তিন দিবস পর্য্যন্ত কঁাচা জল ঢালিবে। এই প্রকার উপায়েতে ঘা শুষ্ক হইতে পারিবে । কিন্তু প্রয়োজন বুঝিলে কাটাঘায়ের উপায়াদি অনুসারে সাবানাদি মিশ্ৰিত জলেতে ধৌত করাহবে, ইহাতেও আরাম হইতে পারিৰে। অশ কাটিবার বিবরণ। অৰ্শরোগ বৈদ্য চিকিৎসাদির দ্বারা আরাম না