বিষয়বস্তুতে চলুন

পাতা:চিকিৎসাসার.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२. শরীরে ব্যাপ্ত হইয়াছে। ঐ তারের ছয় প্রকার গুণ আছে, অর্থাৎ দৃষ্টি ও শ্রবণ ও আভ্রাণ ও আস্বাদন ও স্পৰ্শজান ও গতিশক্তি । * প্রথম । দৃষ্টি করিবার জন্যে মগজের বড় দুই ভাগহইতে দুইটি মোটা তার নির্গত হইয়া আসিয়া চক্ষুর পৃষ্ঠদেশে প্রবেশ করিয়া রেতাইনাতে ব্যাপ্ত হয়, তাহাতে আলো পড়িলেই দৃশ্ব হয়। দ্বিতীয়। মগজের উভয় ভাগহইতে দুইটি মোট তার উৎপন্ন হইয়া আসিয়া কৰ্ণমূলে পৌছিয়াছে, পরে তাহার মুখহইতে অনেক ক্ষুদ্র ২ তার উৎপন্ন হইয়া ঢাক ছাউনির ন্যায় যে পদ কর্ণের ভিতরে আছে সেই পদাতে ব্যাপ্ত হইয়াছে, এই জন্যে তাহাতে শব্দ বাজিলেই শুনিতে পাওয়া যায় । তৃতীয় । মগজের উভয় ভাগহইতে ছুইটি মোট তার উৎপন্ন হইয়া আসিয়া নাসিকার মূলে পেীছিয়াছে, পরে ঐ তারের মুখহইতে অনেক ক্ষুদ্র ২ তার উৎপন্ন হইয়া নাসিকার ভিতরের জলোৎপাদক চৰ্ম্মেতে ব্যাপ্ত হইবাতে তাহার দ্বারা আভ্ৰাণ লওয়া যায়। চতুর্থ। মগজের উভয় ভাগহইতে ছুইটি মোট তার উৎপন্ন হইয়া আসিয়া জিহ্বার মূল পর্যন্ত বিস্তীর্ণ হইয়াছে, পরে ঐ তারের মুখহইতে অনেক ক্ষুদ্র ২ তার উৎপন্ন হইয়া মুখের মধ্যে ও জিহ্বার