বিষয়বস্তুতে চলুন

পাতা:জয়তু নেতাজী.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৬
জয়তু নেতাজী

জানিবে। [“And as sure as day follows the night I will live to participate in the final struggle for our liberty, not from abroad, but at home side by side with the comrades who have been bravely carrying out the fight.”―December 7. 1942 J

 আমি আবার বলিতেছি, সেই মহালগ্ন সমাগত হইলেই আমি তোমাদের পাশে গিয়া দাঁড়াইব, সেই অন্তিম সংগ্রামে তোমাদের সঙ্গে যোগ দিব।... ইহাও নিশ্চিত যে, সেই শেষ-যুদ্ধে ভারতীয় সেনা (ব্রিটিশ যাহা গড়িয়া তুলিয়াছে) একটা বড় অংশ গ্রহণ করিবে। [“I repeat once again that when the hour strikes, I shall be at your side ready to participate in the final struggle....In the last phase of the national struggle the Indian Army will have to play an important part.”―March 1. 1943]

 এ কথা কেবল বদ্ধ উম্মাদ ছাড়া আর কেহ বিশ্বাস করিবে না যে, আজ ইংরেজ একটা মহাবিপদে পড়িয়াছে বলিয়া স্বেচ্ছায় সে তাহার সাম্রাজ্য ছাড়িয়া দিবে। ব্রিটিশ সাম্রাজ্যপতিরা শেষ পর্যন্ত ভাঙ্গিবে কিন্তু মচকাইবে না। ["It is midsummer madness that we should expect the Englishman to voluntarily give up his empire, simply because he has fallen ov evil days. British Imperialism will ultimately break but it will never bend." —June 21. 1943]