পাতা:জিজ্ঞাসা.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতি-পূজা రిఫి(t করিয়া বিচরণ করে । কোথা হইতে দারুণ শীত আসিয়া সুন্দরীকে হরণ করিয়া লইয়া যায়। জননী বসুন্ধর কাদিতে থাকেন। জননী তাহার নন্দিনীর শোকে বিষাদের কুজ ঋটিকায় মুখ ঢাকিয়া, সৰ্ব্বত্র তাহাকে খুজিয়া বেড়ান। সুন্দরী পার্সিੋਜੈ। সহচরীপরিবৃত হইয়া বনে বনে ফুল তুলিয়া বেড়াইতেছিলেন । অকস্মাৎ ধরাতল বিদীর্ণ হইল। ভূগর্ভ হইতে কোন অদৃপ্ত পুরুষের হস্ত উঠিয়া কুমারীকে হরণ করিয়া লইয়া গেল। সখীগণ হাহাকার করিয়া উঠিল । পৃথিবীমাত হাহাকার করিতে লাগিলেন। সাক্ষী ছিলেন চন্দ্রম,—র্তাহার তমসাবৃত গুহার মধ্য হইতে ; সাক্ষী ছিলেন স্বৰ্য্য,—র্তাহার স্বদুর নির্জন শিবিরাবাসে । জননী পৃথিবী কম্ভা-শোকে জলে স্থলে কাননে আলো হাতে কঁাদিতে কঁাদিতে ভ্রমণ করিতে লাগিলেন । তাহারা উভয়ে সন্ধান দিলেন। অধোভুবনে দেবরাজ তাহার কন্যাকে লষ্টয়া গিয়াছেন ৷ জননী দামীতার ক্রোধ করিলেন । ংসার হইতে লক্ষ্মী অন্তৰ্দ্ধান করিলেন । গাছে আর ফুল হয় না ; ভূমি আর শস্ত দেয় না ; জীবকুল নিরানন্দ হইল। দেবরাজ ভাত হইলেন । মাতার হস্তে কস্তাকে প্রত্যপণ করিলেন । সেই অবধি বৎসরের মধ্যে আট মাস কম্ভা মায়ের নিকট থাকে ; চারি মাস অধোভুবনে দেবরাজের নিকট বাস করে। চারি মাস পৃথিবী শ্ৰীহারা হইয়া কাদে ; আট মাস পৃথিবী শ্ৰীযুত হইয়া হাসে । কঁাদিয়া কাদিয়া দীমীতীর কন্যা পাইয়াছিলেন । এমনি করিয়া দেবী আইসিস্ স্বামী অসাইরিস্কে পুনর্জীবন দান করিয়াছিলেন । সহজে কি তিনি স্বামী পাইয়াছিলেন ? আইসিসূকেও তাছার অনুসন্ধানে কঁাদিয়া কাদিয়া বেড়াইতে হইয়াছিল । সাবিত্ৰী সতীও সত্যবানকে ষমের গত হইতে ফিরাইয়া আনেন ; সেও কি সহজে ? তিনি ভর্তুবিন মুখ প্রার্থনা করেন নাই, ভর্তুবিন তিনি দু্যলোক প্রার্থনা