পাতা:জীবনসঞ্চার.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>o जौबननईa:ब्र । বহুদিন বাচিয়া থাকিতে পারে । পিতার অঙ্গবিকৃতি সন্তানে বৰ্ত্তিতে পারে ; কিন্তু দৈব বশতঃ যদি পিতার কোন তাঙ্গ বিকৃত হইয়া থাকে তাহা হইলে সন্তানের সে অঙ্গ বিকৃত হয় না । সন্তান গর্ভে সঞ্চারিত হইবার পূর্ব হইতেই তাহার স্বাস্থ্যের জন্য পিতার যত্নবান হওয়৷ উচিত। সে সময় সম্যক যত্ব করিলে সন্তান অনেক রোগ হইতে নিস্ক,ত্তি পাইতে পারে । যদি পিতা মাতা উভয়েরই কোন একট পীড়া থাকে সন্তান নিশ্চয় সেই পীড়াত্রান্ত হইবে । কিন্তু কেবল একজন যদি পীড়াক্রান্ত থাকেন তাহ হইলে কতকগুলি সন্তান পীড়াক্রান্ত না হইবার সম্ভব। উভয়ের মধ্যে একজন সুস্থ ও সবল হইলে অন্যজনের ণীড়া সন্তানে সংক্রান্ত না হইতেও পারে। প্রত্যেক লোকেরই সুস্থ ও সবল দেখিয়া বিবাহ করা কৰ্ত্তব্য । যক্ষমা পুরুষাণুক্রমে সংক্রান্ত হয়, মাতার যক্ষা থাকিলে সন্তানের যক্ষমা নিশ্চয় হয় ; পিতার থাকিলে দুই একস্থলে সন্তান পীড়াক্রান্ত হয় না। মাতার রোগ অধিকাংশ কন্যাতেই বৰ্ত্তিয়া