পাতা:জীবনসঞ্চার.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । Ꮌ☾ পিতার বুদ্ধি সাতিশয় প্রখর হইলেও, সন্তান নিৰ্ব্বোধ হইবার সম্ভাবনা ৷ অতি নির্বোধের সস্তান নিৰ্ব্বোধ হয় না। আবার এদিকে সাতিশয় প্রতিভাশালীর সন্তান প্রতিভাশালী হয় না । প্রতিভা সঞ্চারিত হয় না। অপরিমিত মদ্যপায়ীর সন্তান অপরিমিত মদ্যপায়ী হইয়া থাকে। সহস্ৰচেষ্টা করিলেও অভাগা মাতালের সন্তান প্রায়ই মদ্যপান হইতে বিরত থাকিতে পারেন । পিতা যে চিন্তান্ত্ৰোত বা যে বৃত্তি প্রবণতা কর্তৃক চালিত হইতেন সন্তানও সে সকল চিন্তাত্ৰোত ও রভিপ্রবণতার অধীন হইবে । চৌর্য্যপ্রবণতা, অতিভোজনেচ্ছা ইত্যাদি পুরুষাণুক্রমে সংক্রান্ত হইয়া থাকে। অহঙ্কার, কাপুরুষত্ব, ঘৃণা, দ্বেষ, ক্ৰোধ, লাম্পট্য ইত্যাদি ংক্রান্ত হইবার সম্ভাবনা । সুশিক্ষালন্ধ দুই একটি গুণ পুরুষাণুক্রমে সংক্রান্ত হইতে পারে। কখন কখন সন্তান পিতামাতার ন্যার হয় না। কখন কখন পৌত্র পিতামহের ন্যায় হইয়া থাকে, কখনবা পিতা ও মাতা উভয়ের রূপ গুণ একত্রে মিশ্রিত হইয়া এক অভিনব পদার্থ সৃষ্ট হয় ।