পাতা:জীবনসঞ্চার.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 ভাiবল সঞ্চার । দেশহিতৈষি! তোমার রাজনৈতিক উন্নতির চেষ্টা ক্ষণকালের নিমিত্ত দূরে ফেলিয়া রাখ! যে বালকগণ ভারতের ভবিষ্য অাশা তাহাদিগকে এই পাপপঙ্ক হইতে উত্তোলন কর। বিদ্যালয়ের শিক্ষকগণ, তোমরাও নিদ্রিত রহিও না। পবিত্র বিদ্যামন্দিরের এই কলঙ্ক অপসারিত করিবার জন্য বদ্ধপরিকর হও । অভিভাবকগণ ! তোমরাও নিশ্চিন্ত রছিও না । উৎপাদিক শক্তি। পুরুষ ধৰ্ম্মককাল এবং উৎপাদিকা শক্তি দুইটী সতন্ত্র পদার্থ। পুরুষ ধৰ্ম্মক কাল মানব জীবনের পরিবর্তনের সময় । পুরুষ ধৰ্ম্মক কালের সুচনা হইতে মানবায়ব প্রকৃষ্টরূপে বৃদ্ধি প্রাপ্ত হইতে থাকে। যখন সৰ্বায়ব পূর্ণতা প্রাপ্ত হয় যখন অস্থি সকল কঠিন হইয়া উঠে, যখন প্রথম যৌবনের ভিত্তিহীন বাসনার পরিবর্তে ; সংসার, পুত্র এবং একজন সঙ্গিণী প্রাপ্তির বাসনা হৃদয়ে