পাতা:জীবনসঞ্চার.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । 0ζ উদিত হয় সেই সময়ে উৎপাদিকা শক্তির সঞ্চার হইয়াছে বুঝিতে হুইবে । এই সময় হইতে পুরুষের ইন্দ্ৰিয়ৰ্বত্তি পরিচালনা করা কর্তব্য। নৈতিক ও সামাজিক নিয়ম এবং পবিত্র মানসিক বৃত্তির বশবৰ্ত্তী হইয়। ইন্দ্রিয় চালন কর। কৰ্ত্তব্য। উৎপাদিকা শক্তি সঞ্চারের প্রারম্ভেই যুবকমাত্রেরই নিম্ন লিখিত অমূল্য উপদেশ বাক্যটা স্মরণ রাখা কৰ্ত্তব্য। “যে পরমাণে মানব শুদ্ধ পাশব বৃত্তি চরিতার্থ করিতে ব্যগ্র হইয়। স্ত্রীর সহিত পবিত্র আধ্যাত্মিক সম্বন্ধ ভুলিয়া যায়, সেই পরিমাণে তাহাকে পশুর সহিত উপমিত করা যাইতে পারে । শুক্রের অবস্থা দর্শন করিলেই উৎপাদিক শক্তির সঞ্চার অনুভব করিতে পারা যায়। মানব শুক্রে বহুল চঞ্চল কীটাণু দৃষ্ট হয়। এই কীটাণুগুলিই শুক্রের সন্তানোৎপাদিকা শক্তির কারণ একটমাত্র শুক্ৰকীটদ্বারা গর্ভোৎপন্ন হইতে পারে। যাহারা অত্যপকাল যুবাভাব প্রাপ্ত হইয়াছে, তাহদের, এবং রদ্ধ লোকদিগের শুক্রে এই কীটাণুর সংখ্যা অনেক কম ; এবং