পাতা:জীবনসঞ্চার.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खेग१नम्3{ब्र । 8? রোগ জন্মিতে পারে। বহুদিন স্থায়ী উদরপীড়া, অপরিচ্ছন্নতা, চৰ্ম্মরোগ, মদ্য বা তামাক সেবন, অত্যধিক মানসিক শ্রম, শারীরিক পরিশ্রমের অভাব এই সমস্তই এই রোগ উৎপাদন করিতে পারে। সর্বদা স্বাস্থ্য-বিজ্ঞানের নিয়মের প্রতি দৃষ্টি রাখিয়া কাৰ্য্য করিলে কেহই এই রোগাক্রান্ত হইবেন না । কুঅভ্যাস ও কুসঙ্গীত্যাগ, কুভাব এবং অসৎগ্রন্থ পরিহার না করিলে এই রোগ হইতে আরোগ্য হইবার উপায় নাই । আমোদ, কার্য্য বা পাঠে মন নিবিষ্ট করিবার যত্ন করা উচিত । ডাক্তারি পুস্তক পাঠ না করাই উচিত। কেন না তাহাতে মনের উদ্বেগ বৃদ্ধি প্রাপ্ত হয় । তাহরের পর নিম্নলিখিত ঔষধট সেবন করিলে যথেষ্ট উপকার পাওয়া যাইতে পারে। এই ঔষধটী সাবধান পূর্বক সেবন করা উচিত ; দীতে যেন ম্পর্শ না হয়, তাছা হইলে দণতের ক্ষতি হইতে পারে । Muriated Tincture of iron ... 20 drops ■河