পাতা:জীবনসঞ্চার.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ौदनम६3न्न ! 8% তাহারও এই পীড়া হইবার বিশেষ সম্ভব। পীড়াক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত পানপত্র, হু কণ বা তান্ত কোন দ্রব্য তার কেহ ব্যবহার করিলে তাহরও এই পাড়া হয় । সকলেরই সাবধান হওয়া উচিত, পীড়ণ ক্রান্ত ব্যক্তির সহিত কোন ও সাংশ্ৰব না রাখাই বিধেয় । যাহার শরীরে একবার এই বিযসংক্রান্ত হয় তাছার সন্তান সন্ততিগণ প্রায়ই অপবয়সে মৃত্যুকবলে পতিত হয় । জারণলে শিশুর এই ব্যাধির কোন লক্ষণ না থাকিতে পারে, ৫।৭ বৎসর, কিন্তু তদধিক কাল এবং কখন কথন বাকাল প্রাপ্তি পর্য্যন্তও কোন লক্ষণ দৃষ্ট না ইতে পারে, এককালে ব্যাধির লক্ষণ দেখা দিবে। রোগীর সন্তান চৰ্ম্মরোগাক্রান্ত হইতে পারে, ডনিচ কিৎস্য ক্ষত যন্ত্রনায় তাধীর হইতে পারে, তাহার ছাড় ফুলিতে পারে, চক্ষু ও দন্তরোগ জন্মাইতে পারে, বুদ্ধিরত্তি বিকাশ পায় না এবং সে উন্মাদগ্রস্ত হইতে পারে । হায় ! অভাগ৷ লম্পট পুত্রগণকে তাহার রোগের অধিকারী করিয়া যায় ।