পাতা:জীবনসঞ্চার.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ জীবন সঞ্চার । বিবাহের সঙ্গে সঙ্গে ভূতন জীবনের সঞ্চার হয়, তখন তার অবিবাহিতাবস্থার স্যায় থাকিলে চলিবে না । তখন স্ত্রী পুরুষ উভয়ের স্কন্ধেই নুতন ভার ন্যস্ত হয়। তখন ভূতন নিয়মে স্বাস্থ্যরক্ষণ কর। অবশ্যক হইয়৷ উঠে। সেই সমস্ত নিয়ম না জানিলে স্বাস্থ্যভঙ্গ হইয়া যায়, সুতরাং তৎসম্বন্ধে আমরা কিছু লিগিব। প্রথমতঃ শয়নগৃহের কথা। এই ঘরটা বেশ প্রশস্ত--২৫ বর্গফুট পরিমিত –হওয়া অবশ্যক। ঘরের ভিতর বায়ুসঞ্চালনের বিশেষ সুবিধা থাক আবশ্যক। ঘরটা দক্ষিণ বা পশ্চিমদিকে “খোলা’ হইলে ভাল হয়। স্ত্রী পুরুষের একত্রে শয়ন করা কৰ্ত্তব্য—শরীরের ঘনিষ্ঠত থাকিলে মনের ঘনিষ্ঠতা জন্মায় । তবে, উভয়ের মধ্যে এক জনের কোন সংক্রামক পীড়া, চৰ্ম্মরোগ, যক্ষমা ইত্যাদি থাকিলে পৃথক পৃথক ঘরে শয়ন করাই উচিত। সৰ্ব্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কৰ্ত্তব্য । স্বামী বা স্ত্রীর শরীর হইতে দুৰ্গন্ধ বাহির হইয়। কখন কথন স্ত্রী বা স্বামীকে বিরক্ত করে । অনেকের ঘাম হইতে দুৰ্গন্ধ বাহির হয়। ঔষধ