পাতা:জীবনসঞ্চার.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্তানেৎপাদন। مہGYv ہG)^مع স্ত্রী পুরুষের জাতিগত পার্থক্য, বিবাহপদ্ধতি এবং মানবের কামরুত্তি শুদ্ধ সন্তানোৎপাদনের জন্য। বিবাহিত ব্যক্তি মাত্রেরই একথাটী মনে রাখা উচিত, এবং ইহা মনে রাগিয়া কাৰ্য্য করা কৰ্ত্তব্য । পরস্পরের কিন্তু সমাজের সহিত স্ত্রী পুরুষের অন্য যে কিছু সম্বন্ধই থাকুক না কেন, সকলষ্ট সন্তানোৎপাদন কার্য্যের অধীন। সন্তান উৎপন্ন না করা অপেক্ষা ঘোর পাপ আর নাই । পুত্ৰহীন ব্যক্তি বাস্তবিকই মরকে যায়। শুদ্ধ, সন্তানোৎপন্ন করিলেই হইবে না, সন্তান যাহাতে বুদ্ধিমান ও সবল হইয়া জন্ম গ্রহণ করে তদ্বিসরে যত্নবান হইতে হইবে। আমাদের জন্ম ডিম্ব মধ্যে । তবে পক্ষীদিগের ডিম্বের ন্যায় "মনুষ্যডিম্বের” খোলা নাই, এবং পক্ষীর স্যায় স্ত্রীলোক “ডিম পাড়েন৷ ” ঋতুকালে একটা স্থালী হইতে এক বা ততোধিক