পাতা:জীবন তারা.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VES জীবন তারা । গিয়া করিবে ভ্রমণ1ঘরে বসি কত তীর্থ দেখিবে তখন তীর্থ দেখাবাৰকৰ্ত্ত তোমার সেহর। আনন্দে দেখাবে তীর্থ দেখিবে বিস্তুর। সিদ্ধি ঘুটিবারে বড় তোমার বাসনা । তখন যুটিবে সিদ্ধিপূরিবে কামনা এক্ষণেকি সুখবল দণ্ডকমণ্ডলে দণ্ড কমণ্ডলে সুখ পাৰে সেইকালে ॥হরং শব্দ সেইবলাবে যখন আনন্দে বলৰে সুখ বাড়িবে তখন ৷ কোথা পাৰ পরাইতে রুদ্রাক্ষের মালা। সে আসি পরায়ে দিবে ঘুচে যাবে জ্বাল ৷ স্বাসনা করেছচিত্তে বাজাইবেগাল। সে আসি বাজায়ে দিবে ঘুচিৰে জঞ্জাল ॥শুনিয়ে চন্দ্রাব কথা হামলসুন্দর।কি রঙ্গ কারস মেনেবাক্য জুল্যে মার। সকাল জানিল চন্দ্র নহে অপ্রকাশ। তবু বলি আমার যে দুঃখ বারমাস ॥রসিক কহি ছে আর কেন কর খেদ । আসিয়াছে জটাধারী ঘুচাতে বিচ্ছেদ ৷ অথ বারমাসের ছুঃখ বর্ণন ॥ রাগিণী ঝিঝিটি তাল আডা। সেবিনে ষাতনা যতসে বিনে জানাব করে। অন্তরের দুঃখ আমি রাখি অন্তরে২ ॥ সে মোর আখি অঞ্জন, অখি মোর নিরঞ্জন, করে গেছে সে অঞ্জন,অঞ্জন দিয়ে অন্তরে ॥ ধ্রু । ৱিগদী বৈশাখে প্রখরবি, সুনিলে অসুখে রবি, ৰে দুঃখ লোসে কহিব কারে। এতেকবিরহ তাপ, ভাস্করের যে