পাতা:জীবন তারা.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা । \Sసె কিশোর কুশলা ॥কমলা কর্ণিকে.কোণে কাষ্ঠ মধ্যে স্থিতি। কালে কাল সুঙ্গে কর বিপরীত কৃতি৷ অথ জীবনের ছল প্রকাশ । রাগিণী খাম্বাজ। তাল মধ্যমানে ঠেকা । আজি বুঝা গেল চতুরের চাতুরী। ভারি ভূবি জারী জুরি ঘুচে গেল লুকাচুরি ॥যে মত আছিল রঙ্গ, তেমনি হইল ভঙ্গ, ছলনা হইল সঙ্গ, ঘুচিল তরঙ্গ ভারি। ধ্রু॥ পয়ার। এৰূপে ৰূপসী শ্যামবিষয় বিস্তর। গাইল করি স্বাধনী খেদ বহুত্তর ৷ কৈলাসে কালিকা দেবী পারিলা জানি । তে। তারারে কহেন তারা আকাশবাণীতে। কেন বাছা তারা, তুমি এত করখেদ। আমিরাছে পতৃিতোর খুচীতে বিচ্ছেদ। আমি বিশ্বময়ীকালী তোরা দাস দাসী । শাপেতে জনম লৈলি ভূতলেৰে আসি ॥দাস দাসীমিলাইতে অভিলাষীমনোদিয়া ছি যে তীর্থ হৈতে পাঠায়ে জীবনে ॥শুন তার বিবরণ তারাগুণ বতি। ব্রজে নিধুবনে ছিল তোর প্রিয় পতি। তোর দুঃখ দেখে d、 আমি লয়ে ত্রিপুরারি। ছলিলাম জীবনেরে হয়ে শুক শারী। ছলেতে করিয়া তারে বিস্তুর ভৎসনা পাঠায়ে দিয়াছি তোর পুরাতে বাসন কালিকার রজনীতে নানা রঙ্গ ছলে । সে তোদের ঔষধী বান্ধিয়া দিল গলে। শুনিয়া আকাশবাণী চম কিল ধনি। করেতে আকাশ যেন পাইল অমনি। লোমাঞ্চ শর মুখে হস্যমূদ্বমদ।মস্ত গলনিয়ান উদয় মানদ৷