পাতা:জীবন তারা.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

JY জীবন তারা। কহে চতুরা কুমারী। কহে চতুরকুমারী। কিব কর ছাড় মেনে উহুমরি মরি। যাও তীর্থেভেচলিয়া। যাও তীর্থেতে চলিয়। কি লাভ হবে বল এমন করিয়া। তীর্থে মাখ গিয়া ছাই। তীর্থেমাখগিয়া ছাই। সদানন্দ রাখিবেন আনন্দে সদাই৷ ফেলে তীর্থ দরশন। ফেলে তীর্থ দরশন । কি ছাই দেখিতে হেথা আইলে এখন। চল কি কর কি কর । চলকি কর কি কর । তীর্থেগিয়াসুখে বল বম বৃম হর। তাহে কৌতুকে থাকিবে । তাহে কৌতুকে থাকিবে। কামিনী লইয়ে বল কি সুখ পাইবে। জুলি কতেক জুলায়। জুলি কতেক জ্বালায়। তুমিকি জানিবে তাব কি কব তোমায়। ফুটেবসন্তেকুসুম ফুটে বসন্তে কুসুম। গুঞ্জরে ভ্রমর তার গুমর বিষম।। পিয়ে মধ, ফুলেং । পিয়ে মধ ফুলেং। দেখে জ্বল্যে উঠে প্রাণকাঁদি ফুলে ফুলে। কান্ত নিদাঘ সময় । কান্তনিদাঘ-সময় ৷ নয়ন জলেতে মোর যেন বর্য হয়। বর্ষ1ছ মাস বৎসরে। বর্ষ দু মাস বৎসরে। বারোমাস অামাব নয়নে জলবারে।