পাতা:জীবন তারা.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তাবা । ত৭ হেরে শরদ শশীরে। হেরে শরদ শশীরে। মুদন শবদ জল রয়ো রয়ো ঝরে । হিমে হিম নাহি করে । হিমে হিম নাহি করে । শিবে অগ্নি জুলে মোরকি করে শিশিরে। জুলা উঠিতে বসিতে জুলি উঠিতে বসিতে। সবে দুঃখের তুল্য দুঃখমের শীতে। আমি এমন করিয়া । আমি এমন করিয়া । পাইয়াছি কত দুঃখ যৌবনে জ্বলিয়া । কহে সবিনয়ে রায় কহে সবিনয়ে রায় । হইয়াছি অপবাধী সাধি ধব্যে পায়। ক্ষম এ দোষ আমার । ক্ষম এ দোষ আমার। তোমা বিনে রূপসী লো বল আমি কবি । ধনি তুমি পূর্ণ শশী । ধনি তুমি পুর্ণ শশী । আমি লো চকোর তোর প্রিয়সি ৰূপসি u • • থাকি যথায় তথায় । থাকি যথায় তথায় । তোমা বই কারে। নই কি কব কথায় ৷ হও পুণ্য ভাগী মোর। চও পুণ্য ভাগী মোর। শাস্ত্র মত আমি.লো পাপের ভাগী তের। তুমি এ তত্ত্বর আধা তুমি এ তনুর আধা । আমি লৈ তোমার প্রেম ডোরে আড়ি বাধা ॥ প্রিয়ে ত্যজে অভিমান । প্রিয়ে ত্যজে অভিমান । রাখ্যে মান কহু কথা সুধার সমান।