পাতা:জীবন যামিনী.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ জীবন যামিনী । .নহিলে সবার শির ফরিবছেদন । , রাজার আদেশ পেয়ে অশ্বারোহিগণ । চারি দ্বিগে ত্বরা করি করিল গমন । ভূপতির আদেশেতে অশ্বারোহিগণ । চারিদিগে অতি বেগে করে অন্বেষণ u ওখানে জীবন নাহি পেয়ে প্রিয়জন । ভ্ৰমিয়ে ভ্ৰমিয়ে বনে করিছে রোদন । কীনন ত্যজিয়ে শেষে নগরেতে ষায় । , সম্মুখে ৰিস্তীর্ণ মঠ দেখিবারে পায় u দেখিল অন্তর হতে করি নিরীক্ষণ । যেন দুই অশ্ব আছে বৃক্ষেতে বন্ধন । কাদিছে রমণী এক পড়িয়ে ধুলায় । সম্মুখে বসিয়ে এক যুবক বুঝায়। ইহ দেখি নৃপসুত অধিক সত্বরে । সেইদিগে বেগে ধায়দুঃখিত অন্তরে ॥ ক্রমেতে নিকট যত হইল জীবন । । দেখিল যামিনী পড়ে করিছে রোদন ॥ শেষে উভরিল অাসি প্রেয়সীর পশে । পতিরে দেখিয়ে ধনী নেত্র নীরে ভাসে । থনাঢ্য রাজারে দেখি জিজ্ঞাসে জীবন : কে তুমি এ নারী লম্নে কর পলায়ন u । কাননে গিয়েছি আমি বারি অন্বেষণে । ওরে দুষ্ট মম দারা হরেছ কামনে ॥ এখনি পাঠাব তোরে শমন নগর । নতুবাত্যজিয়ে যাহ শুনরে পামর li জীবনের বাক্য শুনি ধনাঢ্য রাজন ।