পাতা:জীবন যামিনী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী ৷ §§ যামিনীর বাসে জীবনের আগমন । ওখানে যামিনী, দিবস যামিনী, পতি তরে পাগলিনী । । ডাকি সহচরী, কহে খেদ করি, বিনাইয়ে বিনোদিনী । শুনলে মুমতী; দেহন মুমতী, কি করি বল এখন । না পারি কহিতে, কাল রজনীতে, দেখিয়াছি যে স্বপন । অামি যার লাগী; অাছি সৰ্ব্বত্যাগী, ঠিক যেন সেই জন । বৈদ্যের বেশেতে, অামার পাশেতে; অাসিয়ে হরিল মন । তাহারে ধরিতে গেলাম ত্বরিতে; অঘোর ঘুমের ঘোরে। মাহি দিল ধরা, নারী মনোহর', श्थू:शज भत्नी श्रङ्ग। সেজনার সনে, মিলন বিহনে, সহিতে না পারি জাল । কি করি উপায়; পরাণ বা যায়, অণমি যে নবিনা বাল ৷ ধরি তব পায়, দেহ লে। অামায়; এখনি অনল জেলে । মুচাব যাতনা,ধরায় রবনা, সে অনলে’অঙ্গ ঢেলে ৷ ( 5 )