পাতা:জীবন যামিনী.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ জীবন যামিনী । উপায় কি বল, নতুবা গরল, অামারে আ নিয়ে দেহ । বিযে বিষ ক্ষয়, করিব মিশ্চয়, রাথিৰন ছার দেহ ৷ এমতি সময়ে, যামিনী অালয়ে, সহকরি সহচরী । ঈমার জীবন, দিল দরশন, শ্ৰীদুৰ্গ স্মরণ করি। হেরে সখীচয়; চমকিত হয়, রায়ের মোহন রূপ । করে নিরীক্ষণ, না সরে বচন, উথলিল রস কৃপ । মনমত ধন, করি দরশন; যামিমী লজ্জিত অতি । করে পলায়ন, অনননিদত মন; অন্য ঘরে রর্সবাজী ৷ হৃদয় রতনে, গবাক্ষ ঈক্ষণে, রহিল পুৰ্বলী প্রায় । ভাবে এই জন, হৃদয় রঞ্জন; অগসিয়া ছিল নিদ্রায় । কামে জর জ্বর, অধৈর্ষ্য অন্তর, রসে মন নিমগন । যেমন চঞ্চল, চাতকেরি দল; ঘন করি দরশন ৷ ” চকী যেমন, নিশি আগমন; দেখিয়ে প্রফুল্লা হয় ।