পাতা:জীবন যামিনী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&り জীবন যামিনী ৷ বরঞ্চ তাহাও ভাল শাস্ত্রের বচন । কথায় পেলাম অামি তব পরিচয় । ঔষধী তুলিয়ে রাখ বৈদ্যমহাশয় । কারাগার হেতু দোষ দিতেছ অামারে । অাপন ইচ্ছায় এসে দোষ দেহ কারে । তোমার মতন অামি না দেখি বখিল । আ সিবারে কে তোমারে করিল তসীল । বৈদ্য কহে একি দেখি অন্তত ব্যাপার । রোগীতে বৈদ্যেরে জিনে কথা চমৎকার। কথায় বঝিলে গুণ সকল আমার । উত্তম অধম কিসে করিলে বিচার । বুঝেছি বাতিকে ধাতু হইয়াছে কটু । তাতিই আমায় এত বলিতেছ কটুi ভাব দেখে মনে হল সনদ অতিশয় । বুঝি কোন উপদেব করেছে আশ্রয় ॥ নতুবা বৈদ্যুরে দেখি রোগী কি পলায় ? কে দেয় বৈদ্যেরে গলি বলন? অামায় । রাজকন্যা বলে সত্য তোমার বচন । উপদেব করিয়াছে মোরে আকর্ষণ ॥ দেখিতে তাহারে আমি না পাই কথন । কিন্তু তার তরে মন সদা উচাটন u Tযদ্যপি কপাল ক্রমে দশন হইল । কে যেন আসিয়ে মোরে তফাত করিল। কথায় হটিয়ে রায় কহে পুনর্ধার । সুধু এক রোগ নহে বুঝেছি তোমার। লঙ্গ নিশাচর সঙ্গ করেছ প্রণয়।