পাতা:জীবন যামিনী.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- যামিমী । 33 সকলে লুটেছে লাবণ্য ভাণ্ডার 1। মনোহর অধর কfরয়ে দরশন। বাদুলী কিঞ্চিং রাগ করিল হরণ । চোর কোথা সুখে রহে প্রধন হরি } দেখ ওর কত সাজা ঘটেছে সুন্দরী ॥ বিধাতা সাধিল বাদ সুখেতে তাহার। করিায়াছে ঐ ফুলে মারিছ আহর । চম্পক হরিয়ে ছিল তোমার বরণ । ’ মধুহীন বিধাতা করিল একারণ ॥ গোলাপ হেরিয়ে গণ্ড গণ্ডগোল করে । উচ্চ হয়ে ফুটে ঘোর অহংঙ্কণর ভরে । বিধাতা হেরিয়ে দৰ্প হইয়া বিত্ৰত । কাটা দিল সেই পথে কণ্টকে আধৃত ॥ হরে ছিল তিল ফুল নাশার অণভাস । তাই তিল নাম বিধি করিল প্রকাশ । তোমার দশন শোভা করি নিরীক্ষণ । করে ছিল কুন্দ ফুল কিঞ্চিৎ হরণ । চোরের কেমন সাজা দেখ চন্দ্রাননী । শিবের অপূজ্য হল পূজায় অমনি । নয়নে হেরিয়ে পূিহয় তব করতল । আপনি সে জবাফুল হইয়ে বিকল । নমু ভাবে হরে ছিল ভাবিয়ে বিপদ । , দেখ দেখ তাই তার বাড়িয়াছে পদ । ভব.পারাবারে তার হয়েছে উপায় । উঠিয়াছে আশুতোষ মোহিনীর পায় ; ভাবিনী শুনিয়ে ভাব ভাবে গলে প্রত্বে।