[ < २ ] করিলে রোগী মারা যায়। অতএব দেহস্থ বিদ্যুৎ যাহাতে কার্যাক্ষম থাকে সৰ্ব্বদা সে বিষয়ে মনোযোগী হওয়া কৰ্ত্তব্য । এস্তানে মেসমেরিজমের উল্লেখ অপ্রাসঙ্গিক হইবে না। মেস্মেরিজমকারী দুর্লল ব্যক্তিকে স্বীয় বিদ্যুৎশক্তি দ্বারা মন্ত্রমুগ্ধবৎ করিয়া নিজায়ত্ত করিয়া থাকেন। অর্থাৎ তাহার মানসিক শক্তির উপরে সম্পূর্ণ কর্তৃত্ব করিয়া স্বেচ্ছামত অনেক কার্যা করাষ্টয়া থাকেন । ক্ষীণবিদ্যুৎশক্তি তুৰ্ব্বল-ব্যক্তির উপরে অধিক বিদ্যুৎশক্তিশালী তেজস্বী জিতেন্দ্রিয় ব্যক্তিই মেসমিরিজম করিতে অধিক কৃতকার্য্য হয়েন । -- হিংস্র ব্যাঘ্র প্রভৃতি জন্তুর ও বৈদ্যুতিক শক্তি বা জীবনীশক্তি অতি প্রবল। বাঘ মাল্লষ বা মৃগাদি শীকার করিবার পুর্ণেল তাহাদিগকে ক্ষণকাল লক্ষা করে, যদি তাহাকে দেখিয়া মানুষ বা তুর্বর্ণল জন্তুর ভয়ে পশ্চাৎপদ হয়, বাঘ তৎক্ষণাৎ তাহাকে আক্রমণ করে । যদি কোন ব্যক্তি বাঘ যেরূপ লক্ষ্য করিতেছে, তার দিকে সেইরূপ একদৃষ্টিতে লক্ষ্য করিয়৷ শারীরিক তাড়িত শক্তির বলে হস্তপদাদি সঞ্চালন পূর্বলক চীৎকার করিয়া স্বশক্তি প্রকাশ করে, তাহা হইলে বনের বাঘ বনে পলাইয়া যায়, কখন তাহাকে আক্রমণ করিতে সাহসী হয় না। সার্কাস খেলায় অনেকেই দেখিয়া থাকিবেন যে ক্রীড়ক বাঘকে কিরূপ বিড়ালের মত বশীভূত করিয়াছে। গ্রামোফোন ও সবাকচিত্রের বিষয় পূর্বেই উক্ত হইয়াছে। এগুলি ব্যোমের ( বিছাং বায়ুযুক্ত আকাশের ) লীলাক্ষেত্র। বিদ্যুৎ ( তেজঃ ) বায়ু ও আকাশ বা সত্ত্ব, রজঃ তমঃ বিভিন্ন 蓬
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৪৩
অবয়ব