পাতা:জ্ঞানকিরোণদয়ঃ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাধের ভয়ে ভীত হইয়। অন্য পুষ্করিণীতে চলিল , তা - হাতে কাক হরিণ ইন্দুর তাহাব তিন মিত্র বলিল, ভূমি জলজন্তু, তোমার স্থলে গমন উচিত নহে। কিন্তু কচ্ছপ তাহাদের কথা শুনিল না । পরে পথের মধ্যে কোন ব্যাখ ঐ কচ্ছপকে ধরিয়া ধনুতে ৰান্ধিয় আপন ঘরে চলিল। অনন্তর হরিণ ও কাক ও ইন্দুর অতিশয় দুঃথিত হইয়। স্তাহার পশ্চাৎ গেল ; এব^ ইন্দুর বিবেচনা করিয়া ৰলিল, আহা ঐ কচ্ছপ কি আমাদের মিত্র নয়, তবে এই ভারী বিপদকালেতে তাছার উদ্ধার করণ আমাদের উচিত হয় ; আমার পরামর্শ গুন, হরিণ জলের নিকটে গিয়া আপনাকে মৃতের ন্যায় দেখাউক, কাক ভয়হার উপরে বলিয়া ঠোট দিয়া ঠোকরাউক ; তবে নিশ্চয এই ব্যাধ কচ্ছপকে কোন স্থানে রাথিয়৷ মৃগমাণসের লোড়ে শীঘ্ন আসিবে ; তাছার পর আমি গিয়া দতে: , কচ্ছপের বন্ধন কাটিল, ৰাধ নিকটে আইলে স্কোমর দুই জন পলাইবা । অনন্তর হরিণ ও কাক শীত্ব গিয়া সেই রূপ করিলে পর ঐ ব্যাধ দূরে থাকিয় ঐ হরিণকে মস্তের নায় পড়িয়া থাকিতে দেখিল, তাহাতে সে কচ্ছপের সহিত অাপন ধনুকে এক গাছতলাভে রাথিয় হরিণের নিকটে গেল। ইহার মধ্যে ইন্দুর কচ্ছপের বন্ধন কাঢ়িলে লে কচ্ছপ তৎক্ষণাৎ জলে প্রবেশ করিল এব৯ ঐ হরিণ সেই ব্যাধৰে , নিৰুটে আসিতে দেখিয় উঠিয়। পলাইল । অতএব মিত্ৰলাভ কয় ভাল, কেননা বিপদ কালে মিত্ৰ থাকিলে বড় উপকার দশে ।