পাতা:জ্ঞানকিরোণদয়ঃ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ শীয়াল ও কাক । কোন কণক দোকানহইতে এক পীটা চুরি করিয়। উড়িয়া গিয়া বনের মধ্যে এক উচ্চ গাছে বসিল | সেই গাছতলাতে ক্ষুস্থিত এক শীরাল ছিল। কাককে দেখিয়, वे भीग्नrज झरन १ बजिन, छाशः जे श्रीठेो यनेि श्राग्नि থাইতে পাইতাম, তৰে বড় ভাল হইত, কেননা পেটের ছালান্তে মরিতেছি। পরে সে ধূৰ্ত্ত শায়াল কাকের প্রক্তি মূখ ফিরাইয়া অতি মৃদুভাৰে ৰলিত্তে লাগিল, ও ঃে প্রিয় মহাশয়, আপনকাকে দেখিত্তে বড় অাহলাদিত হাছি । আহাঃ আপনি কেমন সুন্দর পক্ষী। দে লেt. কেরা আপনকার নিন্দ কfৱয় বলে, কাকের আকার ভাল নয় ও তাহার বর্ণ কুৎসিশু ও মলিন,তাহার অতি দুষ্ট ও অজ্ঞান, অামাঃ মরি ২ স্থাপনকার রূপ লাবণ্য দে থিয় প্রায় হতজ্ঞান হইতেছি, আপনকার শ্যামসৃণ ক লেবর সূর্যের কিরণে কিবা ঝলমল করিতেছে । এ কথা গুনিয় কাৰু মহাশয় অতি আল্লাদিত হইয়। পাথ! ৰাড়িতে ও বুক ফুলাইতে লাগিল । পরে শৗয়াল জারবার তাহার প্রতি ধীরে ২ বলিতে লাগিল, আপনকার ফ্ৰমুখের সুমধুর গান যদি গুলিতে পাইতাম, তবে আমার জন্ম সফল হইত ; লোকের বলে, আপনকার গান শুনিভে ভাল লাগে না, হে মহাশয়, তাছাদের কথা কি মানিৰ , জাপনি আমার এই সন্দেহষ্ঠী চাউন,তৰে জাসি সৰ্ব্বস্থানে মাপনকার সুখ্যাতি প্রচার করিৰ । কাক