পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী š রাজকন্যা রোজ সেই গাছের ফল খান ! মালী নিত্যকার মত ফল আনিয়া দিল ; রাজকন্যা নিত্যকার মত ফলটি খাইলেন - ফলের সঙ্গে সূতাশঙ্খ, রাক্ষসীর লিখন, রাজকন্যার পেটে গেল ! লিখন। টিখন ওসব কথা রাজপুত্রেরা কি জানে ? উড়িয়া, ছুটিয়া, পক্ষিরাজ্ঞেরা যে কোথা' দিয়া কি করিয়া গেল, কেহই জানে না । একখানে গিয়া ভোৱ হইল ; সকলে দেখেন,-দাদা নাই ! ভাবিলেন, পাছে পড়িয়া গিয়াছেন । রাশ আলগা দিয়া সাত ভাই দাদার জন্য পক্ষিীরাজ থামাইলেন । নাঃ,—দিন যায়, রাত যায়, দাদার দেথা নাই ! তখন, এক ভাই বলিলেন,-“ঘোড়া যদি আগে গিয়া থাকে৷ ” “ঠিকৃ, ঠিকৃ!” সকলে পক্ষীরাজ। সামনে ছুটাইয়া দিলেন । মন্ত্র-পড়া পক্ষিরাজ একেবারে পাশাবতীর পুরে গিয়া উপস্থিত ! পাশাবতীর পুরে পাশাবতী দুয়ারে নিশান উড়াইয়া, ঘর-কুঠারী সাজাইয়া, সাজিয়া বসিয়া আছে।--যে আসিয়া পাশা খেলিয়া হারাইতে পরিবে, আপনি, আপনার ছয় বোন নিয়া তাহাকে বরণ করিবে। রাজপুত্ৰদিগকে দেখিয়া পাশাবর্তী বলিল,-“কে তোমরা ?” রাজপুত্রেরা বলিলেন,-“অমুক দেশের রাজপুত্র, দেশ ভ্ৰমণে আসিয়াছি। ” இ • পাশাবতী বলিল,-“না! দেখিয়া বোধ হয় যক্ষ ব্ৰক্ষ - তোমরা আমার পণ জান ?” “জানি না । 紫一 bbro 溪