পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী茨 আশ্চৰ্য্য হইয়া,-রাজপুত্ৰ দেখিতে লাগিলেন। ধীরে ধীরে মন্ত্রিপুত্ৰ মণিটি নিয়া মণিমালার কপালে ছোয়াইতেই, মণিমালা জাগিয়া উঠিয়া বসিলেন। রাজপুত্র মন্ত্রিপুত্রকে দেখিয়া ত্ৰস্তে ব্যস্ত মণিমালা বলিলেন,-“আপনারা কে ? এ যে কাল অজগরের পুৱী, আপনারা কেমন করিয়া এখানে আসিলেন ।” মন্ত্রিপুত্ৰ কহিলেন,-“রাজকন্যা, ভয় নাই ; কাল-অজগরকে আমরা মারিয়া ফেলিয়াছি । এই রাজপুত্র তোমার বর ” রাজপুত্ৰ মণিমালা দুইজনে, মাথা নীচু করিলেন। হাসিয়া মন্ত্রিপুত্ৰ মণিমালার গলার মালা রাজপুত্রের গলায় দিলেন, রাজপুত্রের গলার মালা মণিমালার গলায় দিলেন। চারিদিকে লক্ষ-সাপের ফণা হেলিয়া দুলিয়া উঠিল। (v) সাপের পুরীতে পরম সুখে দিন যায়। কতক দিন পর, মন্ত্রিপুত্র বলিলেন,-“বন্ধু, আমরা তো এখানে সুখেই আছি, দেশে কি হইল কে জানে ? আমি যাই, পঞ্চকটক দোলা-বাদ্য সকল নিয়া আসিয়া তোমাদিগে বরণ করিয়া দেশে লইয়া যাইব৷” রাজপুত্র বলিলেন,-“আচ্ছা ।” ܘ ܠܐ আবার সরোবরের পথে মণি দেখা দিল, মন্ত্রিপুত্র দেশে গেলেন। বন্ধুকে বিদায় দিয়া, মণি লইয়া ও রাজপুত্র ফিরিয়া আসিলেন । ܠܪܘܓܩܪܝܬܐ দু'জনে আছেন রাজপুত্ৰ পৃথিবীর কত কথা মণিমালাকে $ ՏԵՀ