পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর浚 S. আর অমনি রাজপুরীর চারিদিকে পাখী ডাকিয়া উঠিল, দুয়ারে দুয়ারী আসিয়া হঁক ছাড়িল, উঠানে হাতী ঘোড়া ডাক ছাডিল, সিপাইরা তারোয়াল ঝন ঝন করিয়া উঠিল ; রাজদরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্ৰ জাগিলেনহাজার বাচ্ছরের ঘুম হইতে যে যেখানে ছিলেন, জাগিয়া উঠিলেন-লোক লস্কর, সিপাই পাহার, সৈন্য সামন্ত, তীরতরোয়াল লইয়া খাড়া হইল।--সকলে অবাকৃ হইয়া গেলেন,— রাজপুরীতে কে আসিল ! রাজপুত্র অবাক হইয়া গেলেন, রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রহিলেন। রাজা মন্ত্রী, জন-পরিজন সকলে আসিয়া দেখেন-রাজপুত্র! রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারিদিকে ঢাক-ঢোল শানাই-নাকাড়া বাজিয়া উঠিল ! রাজা বলিলেন,-“তুমি কোনু দেশের ভাগ্যবানু রাজার রাজপুত্র, আমাদিগে মরণ-ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ!” জন-পরিজনেরা বলিল,-“আহা! আপনি কোন দেবতারাজার দেব রাজপুত্র-এক দৈত্য রূপার কাটী ছোয়াইয়া আমাদের গমৃগমা সোণার রাজ্য ঘুম পাড়াইয়া রাখিয়াছিল,— আপনি আসিয়া আমাদিগে জাগাইয়া রক্ষা করিলেন ।” রাজপুত্র মাথা নােয়াইয়া চুপ করিয়া রহিলেন । ৭ রাজা বলিলেন,--“আমার কি আছে, কি দিব ?—এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম।” S MeV