পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর— 级 s § একদিন ভোর হইতে-না-হইতে রাজদুয়ারে, ঢাক-ঢোল । বাজিয়া উঠিল, হাতী ঘোড়া সিপাই সান্ত্রীর হঁাকে দুয়ার কঁপিয়া छेठेिका ! রাণী বলিলেন,-“কি, কি ?” রাজা বলিলেন,- “কে, কে ?” রাজ্যের প্রজার ছুটিয়া আসিল - রাজপুত্র - রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন ! ! কঁাপিতে কঁাপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লাইলেন! পড়িতে-পাড়িতে রাণী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন। প্ৰজারা আনন্দধ্বনি করিয়া উঠিল । রাজপুত্র রাজার চোকে সোণার কাটী ছোয়াইলেন, রাজার চোক ভাল হইল। ছেলেকে পাইয়া, ছেলের বউ দেখিয়া রাণীর অসুখ সারিয়া গেল। তখন, রাজপুত্র লইয়া, ঘুমন্ত পুরীর রাজকন্যা লইয়া, রাজা রাণী সুখে রাজত্ব করিতে লাগিলেন।

\s . KAC ܐܶܫܬܚܝܢܢܬܐ. ഗ്ഗത്ല 劾 戮 须 察 ല്ക്ക