[ ২১ ] দ্বিতীয় অধ্যায় । سیستمحمواجهه هسته রিনেল ড্রপসিতে (অর্থাৎ য়্যালবুমেনেরিয়া প্রযুক্ত যে উদর হয় তাহাতে ) যেরূপ সেল বা কোষ সমুদায়ের বিকৃতি ও ধৃংস হয়, তাহা কিডনি ব্যতীত অদ্যান্ত যন্ত্রেও অধিক কি স্বল্প পরিমাণে দেখিতে পাওয়া যায়। ইহা পুৰ্ব্বtধ্যায়ে বিশেষরূপে ব্যক্ত করা হইয়াছে । - অতএব তাহার চিকিৎসায় কেবল fFFEfīrā ( Function ) Ferra অর্থাৎ ক্রিয়ার উন্নতি করা অস্থচিত । কিন্তু রক্তের গুণের উন্নতি বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া আবশ্যক, যেহেতুক ঐ রক্ত হইতে (Cell) সেল বা কোষ সমুদায়ের স্বষ্টি ও প্রতিপালন হয়। ইহার চিকিৎসার প্রণালী লিখিবার পূৰ্ব্বে দুইটা আবশ্যকীয় বিষয় ব্যক্ত করা উচিত; যখ প্রথম, য়্যালবুমেনেরিয়াতে (Tube Cast) টিউবকগষ্ট সমুদায়ের স্বভাব ও তাহীদের উৎপত্তির স্থান কি ? দ্বিতীয়তঃ এই পীড়াতে য়্যালবুমেনের উৎপত্তি কোথা হইতে হয় । প্রথমাধ্যায়ে ( Dr. Lionel Beale ) ডাক্তণর লীয়েনেল্ বীল সাহেবের অভিপ্রায় ব্যক্ত করিয়াছি, কিন্তু র্তাহার দ্বারা ইহার সম্পূর্ণ মীমাংসা হয় নাই ; এই বিষয়দ্বয় পরস্পর তাহাদিগের উৎপশ্নের উপর নির্ভর করে, অর্থাৎ এই পীড়াতে অপরিপক্ক সেল সমুদায়ের ছিন্ন ভিন্ন ও হ্রাস হওয়াতে অধিকাংশ য়্যালবুমেনের উৎপন্ন হয়, এবং উক্ত সেলু *Huta (Nucleus) নিউক্লিয়স বা কোষাঙ্কপুরের স্বল্পত প্রযুক্ত অল্পকাল স্থায়ী থাকিয়া শীঘ্র ছিন্ন ভিন্ন ও বিনষ্ট হয়। শরীরের যে যে স্থানে (Epithelial membrane) এপিথিলিয়েল মেন্থে,ণ, মিউকস মেম্বেনের ন্যায় কৰ্ম্ম সম্পাদন করে, তন্মধ্য হইতে যে সকল কাষ্ট বা ছাচ বহিস্থত হয়, তাহীকে (waxy ) ওয়াকসি
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৪৮
অবয়ব