২২ ] বা মোমাকৃত কাষ্ট বলা যায়। কিছুকাল গত হইল এই অভিপ্রায়ুটী অামি প্রচার করিয়াছিলাম। ** এবিষয়ের বহুতর তদন্তে আমার এরূপ দৃঢ় বিশ্বাস জন্মিয়েেছ যে, উক্ত কষ্ট সমুদায়ের নলাকার ব্যতীত,ব্রাঙ্কয়েল মিউকস মেম্বে,ণের ইরিটেশন কিম্বী ইনফুমেশন প্রযুক্ত যে গয়ার বহিষ্কৃত হয় তাহার সহিত অন্য কোন বিভিন্নতা নাই। আমি সামান্য শ্লেষ্মা ও নানা প্রকার ব্রঙ্কাইটীসৃ *Toti (Tubular) টুবুলার T (Plastic) প্লাষ্টিক ও (“Capillary ) ক্যাপিলেরি ব্রঙ্কাইটিস এবং সামান্য V3 কঠিন ( Pneumonia ) fèrètxtff$ai 3 ( Phthisis ) থাইসিস রোগের গয়ার মাইক্রসকোপে পরীক্ষা করিয়া তন্মধ্যে রিনেল ড্রপৃসিতে যে সকল কাষ্ট পাওয়া যায়, সেইরূপ সেলু বিকৃতি দেখিয়াছি । ৩ তৃতীয় ও ৪ চতুর্থ প্লেট দৃষ্টি করিলে এই গয়রের নানা প্রকার অবস্থা দেখিতে পাইবে। প্রথম ফিগারে গয়ারের জলবৎ আকার অর্থাৎ স্বচ্ছতা এবং তন্মধ্যে কতকগুলিন গোলাকার বৃহৎ সেলসের সহিত (মিউকৰ্ম্ম কাপসেলস ) একটা বৃহদাকার ( Granule cell ) গ্রানিউল সেল * উহার উপরিভাগে দৃষ্ট হইতেছে । গাউট কিম্ব আরোগ্য সম্ভব, রিনেল ড়পসির কিড্নিতে এবং
- aề stifaēvs cīzi ( Granule Cell ) পিগমেন্ট সেল বলিয়। কথিত হয় অর্থাৎ ইহ। কৃষ্ণবর্ণ অথবা ইস্পাতের ন্যায় বর্ণ হওয়াতে উক্ত নাম প্রাপ্ত হইয়াছে । বহুজনাকীর্ণ নগরবাসী লোকদিগের গয়ারে ইহ। সৰ্ব্বদাই উত্তম রূপে দৃষ্ট হয়, যেহেতুক তথায় কার্বনিক য়্যাসিডের অংশ য়্যাটমসূফেরিক এয়ারে বা স্বাভাবিক বায়ুতে অধিক থাকায় উক্ত বায়, নিশ্বাস দ্বার। লংস মধ্যে প্রবেশ করিয়া কার্বোনিক য়্যাসিডস্থ কার্বন তথায় সংস্থাপিত করে, এবং তাঁহার অকৃসিজেন ভিনস, ব্লভকে পরিস্কার করতঃ স্বাভাবিক বায়ুর হাইড়ে জেনের সহিত মিলিত হইয়া জল বা জলীয় বাষ্পরূপে প্রশ্বাস দ্বার বহিস্কৃত হয় । অনুবাদক