পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] আদিশূর ও বীরসেন। ১২৭ বিজেতা চুরাশা মত্ত গুর্জর-পতির আক্রমণার্থ আগমন পথের স্বৰূঢ় জ্বৰ্গলে পরিণত করিয়া, অপর হস্তকে রাজ্যফল স্বরূপ উপভোগ করেন।” এই গুর্জর-পতি যে বৎসরাজ তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই। কারণ ধ্রুব কর্তৃক গুজরাট ও মালবে রাষ্ট্রকূট প্রাধান্ত স্থাপিত হইলে, আর কোনও গুর্জরপতির পুনৰ্ব্বার গৌড়বঙ্গ বিজয়ের অবসর পাইবার সন্তাৰন ছিলনা ( ১ ) । গুজ্জরপতি বৎসরাজ যে বঙ্গাধিপতিকে পরাজিত করিয়া তাহার রাজছত্র হস্তগত করিয়াছিলেন, তাহার নাম জানা যায় নাই । সুতরাং বৎসরাজের সহিত আদিশূর বা তৰংশীয় কোনও নৃপতির সংশ্রব কল্পনা করা সমীচীন নহে। কানিং হাম সাঙ্গেব, ৩/রমেশচন্দ্র দত্ত এবং ডাক্তার ৮রাজেন্দ্রলাল মিত্র আদিশূর ও বীরসেনকে অভিন্ন বলিয়া প্রতিপাদন করিবার চেষ্টা করিয়াছিলেন। তদনুসারে স্বৰ্গীয় রায় কালীপ্রসন্ন ঘোষ বাহাদুর আদিশূরকে বীরসেন বলিয়া লিপিবদ্ধ করিয়াছেন ; কিন্তু আদিশূর অধুনা এইমত পরিত্যক্ত হইয়াছে। ডাক্তার হরণ লি বলেন, বিজয়সেন আদিশূরের নামান্তর মাত্র । সুতরাং তাহার মতে বল্লালের পিতার রাজ্য শাসনকালে ব্রাহ্মণগণ কাজকুক্ত হইতে বঙ্গে আগিয়াছিলেন। কিন্তু পঞ্চ ব্রাহ্মণের বংশাবলী গণনা দ্বারা আদিশূরের সহিত বল্লালের ৮, ১, ১•, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ পুরুষ অন্তর দৃষ্ট হইতেছে । পিতা পুত্রের মধ্যে কখনই এতাধিক অন্তর হইতে পারে না । ও বীরসেন । নেপালাধিপতি জয়দেব পরচক্র কামের ১৫৩ হর্ষ সম্বতের ( ৭৫৮ খৃষ্টাব্দের) শিলা লিপিতে কামরূপরাজ হর্ষদেবের পরিচয় প্রাপ্ত হওয়া ( ১ ) গৌড়রাজমালা ২• পৃষ্ঠা।