পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] আদিশূরের পুর্ববর্তী বঙ্গাধিপ। SRసి কোনও কোনও কুলগ্রন্থকারের মতে, আদিশূরের পূৰ্ব্বে বাঙ্গালার বৌদ্ধধৰ্ম্ম প্রচলিত ছিল এবং বৌদ্ধধৰ্ম্মাবলম্বী আদিশূরের রাজবংশ বলের শাসনদও পরিচালনা করিতে পূর্ববর্তী বঙ্গাধিপ। ছিলেন। আদিশূরের অত্যুদয়ে বদদেশে বিলু ধৰ্ম্ম সগৰ্ব্বে মন্তক উন্নত করিয়া বৌদ্ধধৰ্ম্ম উন্মলনের সবিশেষ চেষ্টা করে। ধনঞ্জয়ের কুলপ্রদীপে উক্ত হইয়াছে – “শ্ৰীমদ্রাজাদিশূরোহভবদবনিপতি স্তত্র বঙ্গাদি দেশে, সল্লোকঃ সদ্বিচারৈরিদিতি সুতপতিঃস্বর্যথালীং, তথাসৗৎ । প্রতাপাদিত্য তপ্তাখিল তিমির রিপু স্তত্ববেত্তা মহাত্মা, জিত্ব বুদ্ধান চকার স্বয়মপি নৃপতি গৌড়রাজ্যাৎ নিরস্তান্‌ ৷” বারেন্দ্র কুলপঞ্জীতে লিখিত আছে – “অত্রাদিশূর শূরবংশসিংহে বিজিত্য বৌদ্ধং নৃপপালবংশম্। শশাস গৌড়ং দিতিজান বিজিত্য যথা সুরেন্দ্রস্ট্রিদিবং শশাস ॥” ( কুলরমা ) । এখানে “বৌদ্ধং নৃপপালবংশমৃ”, বৌদ্ধধৰ্ম্মাবলম্বী পালরাজগণকে না বুঝাইয়া বৌদ্ধধৰ্ম্মাবলম্বী নরপতিগণের বংশও বুঝাইতে পারে। রবিসেন মহামণ্ডল প্রণীত কুলপ্রদীপে লিখিত হইয়াছে – “আসীত পুরা বৈদ্যবংশে লক্ষ্মীনারায়ণে নৃপঃ। গাঙ্গেয় ইব ধৰ্ম্মাত্মা দৃঢ় ব্রতে মহাবলঃ ॥ দানে বৈকৰ্ত্তনঃ কর্ণে রণে চাপি ধনঞ্জয়ঃ। নিহত্যনাস্তিকান বৌদ্ধান আদিশূরাখা: কীৰ্ত্তিত ॥ s