পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম অঃ ] গোবিন্দচন্দ্র বনাম গোবিন্দচন্দ্র। శిరిన চলিয়া গিয়াছিলেন তখন চক্সের উচ্চাভিলাষ পূরণ করিবার স্বধর্ণ সুযোগ উপস্থিত হইয়াছিল। দুর্লভমল্লিক রচিত গোবিন্দচন্দ্র গীতে লিখিত আছে — “সুবর্ণ চন্দ্র মহারাজ ধাড়িচন্দ্র পিতা । তার পুত্র মাণিকচন্দ্র গুন তার কথা ॥” উপরোক্ত প্রমাণাবলির সাহায্যে মাণিকচন্দ্রের বংশলত নিম্নলিখিত ৰূপে লিখিত হইতে পারে। সুবর্ণচন্দ্র *" ੱਕ | মাণিকচন্দ্র গোবিন্দ্র চন্দ্র কেহ কেহ উক্ত বংশাবলী দৃষ্ট্রে রামপাল ও ইদিলপুর লিপির সুবর্ণচন্দ্র এবং গোবিন্দ চন্দ্র গীতের সুবর্ণচন্দ্র এই উভয়ের অভিন্নত্ব কল্পনা করিয়া থাকেন; তাহা হইলে রামপাল লিপির ত্ৰৈলোক্য গোবিন্দচন্দ্র চন্ত্রের অপর নাম ধাড়িচঞ্জ ছিল অল্পমান করিতে বনাম श्छ । श्रादाद्र भद्रनाभडौब्र शांप्न यन्ननामऊँौ গোবিন্দচন্দ্র তিলোকচাদের (ত্ৰৈলোক্য চক্ৰ ) ক বলির উল্লিখিত হইয়াছেন। এই উভয় ত্ৰৈলোক্য চন্দ্র জভিন্ন হইলে মাণিকচন্দ্র, ত্ৰৈলোক্যচক্সের পুত্র না হইয়া জামাতারূপেই পরিচিত হইয় পড়েন। ধাড়িচন্দ্র ত্ৰৈলোক্যচক্সের নামান্তর হইলে রামপাল লিপির চন্দ্ররাজগণ এবং ময়মামতীর গানের গোবিন্ধ চন্ত্রের মধ্যে নিয় লিখিত সম্বন্ধ স্থাপিত হয় –