পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অঃ ] ভোজরাজ ও বিশ্বরূপ । ←☾☾ যস্ত স্বারোডমরশিখর ক্রোড় পারাবতানাং নাদ ব্যাজাদিতি সকরুণং ব্যাজহারেব ধারা” ॥ ইহা দ্বারা অনুমিত হয় যে, বিহ্বলন হয়ত ধারারাজ ভোজের মৃত্যুর জন্তই শোকব্যাকুলিত হৃদয়ে উপরোক্ত শ্লোক লিপিবদ্ধ করিয়াছিলেন। কিন্তু, উপরোক্ত শ্লোকদ্বারা ভোজরাজের মৃত্যু কল্পনা করা যায়ন বলিয়া বুলার সাহেব অনুমান করেন। তিনি বলেন, হয়ত কোনও অনুল্লিখিত কারণে ভোজরাজের সনদর্শন না পাইয়াই বিহলন এরূপ উক্তি করিয়াছেন এবং তাহার মধ্যভারত পরিভ্রমণকালে ভোজরাজ জীবিত ছিলেন। এই অনুমান সত্য হইলে ভোজরাজের মৃত্যু ১০৬২ খৃষ্টাব্দের পরেই সংঘটিত হইয়াছিল বল যাইতে পারে ; কারণ এই সময়েই বিহুলন কাশ্মীর হইতে নিৰ্ব্বাসিত হইয়াছিলেন (১)। কিন্তু তাম্রশাসন দ্বারা বুলার সাহেবের অনুমান সমর্থন করা যায় না । ( ১ ) রাজতরঙ্গিনীর সপ্তম তরঙ্গে উক্ত হইয়াছে : “কাশ্মিরেভো বিনির্যান্তং রাজ্যে কলশ ভূপতেঃ। (৯৩৫ শ্লোক ) । অর্থাৎ রাজা কলশের রাজ্য শাসনকালে (পণ্ডিত বিহ্বলন ) কাশ্মীর ত্যাগ করিয়া ( কৰ্ণাটে ) গিয়াছিলেন। ১৩৩ শ্লোকে লিখিত আছে : “একান্ন চত্বারিংশস্ত বর্ষস্ত তনয়ঃ সিতে । যঠেন্ত্রি বাহুলস্তাভূদভিষিক্তে মঙ্গীভূজা" ॥ "লৌকিকান্ধের উনচল্লিশ বৎসরে (১৯৬৩ খৃঃ অঃ) কাৰ্ত্তিক মাসের শুক্লপক্ষের যষ্ঠ তিথিতে (অনন্ত দেব) পুত্র কলশকে রাজ্যে অভিষিক্ত করেন " २¢> cब्लॉष्क छैख् छ्हेग्रांप्राङ् :“সচ ভোজ নরেশ্রশ্চ দানোংকর্ষেণ বিশ্ৰুতৌ। স্বরী তম্মি ক্ষণে তুল্যং দ্বাৰাস্তাং কৰিরাঙ্গৰে।।" তৎকালে ছোজরাঙ্গও দান শ্বে কিঙ্গিরাজের কলশের ) তুল্য প্রসিদ্ধ ছিলেন: