বিষয়বস্তুতে চলুন

পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অঃ ] বঙ্গে বৈদিক ব্রাহ্মণ আগমন। ২৬৭ (২) পেও বৰ্দ্ধন ভুক্ত্যন্তঃপাতি পঞ্চকুসুম শৈল উপরি নিচক্র বিষয়ের বড় পৰ্ব্বত গ্রামস্থিত স্বঐত্ৰিষ্ট্যধিক যড় দ্রোহ্বাপেতছলভূমি বাৎস্তগোত্রীয় ভার্গবচ্যবন আপুব-উর্ব জামা-প্রবর খেদ আখলায়ন শাখাধানী ভট্টপুত্র জয়বাচি শ্ৰীদেবের প্রপৌত্র, ভট্টপুত্র বেদগৰ্ভ শৰ্ম্মার পৌত্র, ভট্টপুত্র পদ্মনাভের পুত্র, ভট্টপুত্ৰ বেদাৰ্থ বাচিক শ্ৰীকৃষ্ণধর মিশ্রকে প্রদত্ত হইয়াছে। রাঘবেন্দ্র কবিশেখরের ভবভূমি বার্তা” হইতে জানা যায় যে, “যবনাগম” “রাজ্যনাশ”, “দাবানল” ও “দম্যভয়” প্রভৃতি সন্দর্শন করিয়া গঙ্গাগতি-প্রমুখ বহু ব্ৰাহ্মণ কর্ণাবতী পরিত্যাগ বঙ্গে বৈদিক পূৰ্ব্বক বঙ্গদেশে আগমন করেন। “তিনি বঙ্গে ব্রাহ্মণ আগমন । আসিয়া সৰ্ব্বপ্রথমে নকুলেশ সংজ্ঞক শিবলিঙ্গ, গঙ্গা ও মহাপীঠগত দেবীর দর্শন ও পূজা করিয়া ক্রমশঃ অগ্রসর হইতে লাগিলেন। বঙ্গদেশের তাৎকালিক প্রাকৃতিক শোভা দেখিয় তাহাদিগের মনে আনন্দের সঞ্চায় হইল। র্তাহারা দেখিলেন, বঙ্গের পাদপশ্রেণী ফলফুলে লতায় পাতায় পরিশোভিত, নানাজাতীয় বিহঙ্গম কুলকুজিত, ভূমি সকল শস্তে পরিপূর্ণ এবং মুমিষ্ট সলিল সকল স্থানেই সুলভ। এই সকল দেখিতে দেখিতে ক্রমে তাহারা বহুদিন পরে যশোহর নামক স্থানে উপনীত হইলেন, তথায় কিয়দিন অবস্থান পূর্বক তথাকার নানাপ্রকার দোষ প্রত্যক্ষ করিলেন। র্তাহারা দেখিলেন— তথায় পথে সর্প, বনে ব্যাঘ্ৰ, জলে কুম্ভীর, স্থানীয় অধিবাসীবৃন্দের চিত্ত বক্র এবং নদী সকল লবণাক্ত জলে পরিপূর্ণ। এই সকল দোষ দেখিয়া শুনিয়া গঙ্গাগতি তথায় বাস করিতে ইচ্ছা করিলেন না । তিনি নানাবিষয়ে চিন্তাকুল হইয়া তথা হইতে পূৰ্ব্বাভিমুখে প্রস্থান করিলেন। ক্রমে কোটালীপাড়স্থান নিকটবর্তী হইল। তিনি দেখিলেন—স্থানটী বহশতে