পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{3եր ঢাকার ইতিহাস । [२ग्न थ७ ।। স্থবৰ্ণ মুদ্র আবিষ্কৃত হইয়াছে, তাহা গুরুত্বে ও সৌন্দর্ঘ্যে প্রাচীন গুপ্ত সম্রাট গণের প্রচারিত মুদ্রার অনুরূপ হইলেও শেষভাগের প্রচারিত মুদ্র গুলিতে সুবর্ণের ভাগ ১৯৮ হইতে ৭৩ গ্রেণে নামিয়া আসিয়াছিল । স্থশদিগের পুনঃ পুনঃ আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ধ্বংসমুখে পতিত হয়। স্কন গুপ্তের উত্তরাধিকারিগণ তেমন যোগ্য লোক ছিলেন না। খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর শেষভাগে হুণনায়ক তোরমাণ সাহ এই সাম্রাজ্যের পশ্চিমার্ধ অধিকার করিয়া লইয়া ছিলেন। কিন্তু ইহার পরেও কিছুদিন পৰ্য্যন্ত গুপ্তরাজগণ ভারতের পূর্বাঞ্চলে রাজত্ব করিয়াছিলেন। শ্ৰীহৰ্ষগুপ্তের পুত্র ১ম জীবিত গুপ্ত এবং আদিত্য বৰ্ম্মার তনয় ঈশ্বর বৰ্ম্ম ইহার সমসাময়িক । ৪৮৯ খৃষ্টাব্দের সমকালে স্কন্দ্রগুপ্তের মৃত্যুহয়। ইহার কোন পুত্রসস্তান না থাকায় ইহার বৈমাত্রের ভ্রাত রাণী আনন্ধের পুত্র পুরগুপ্ত মগধ ও পাশ্ববৰ্ত্ত কয়েকট প্রদেশের সিংহাসনে আরোহণ পরবর্তী গুপ্ত করেন। ইহার সময়ের যে কয়েকট সুবর্ণমুদ্রা রাজগণ । প্রাপ্ত হওয়া গিয়াছে, তাহার পশ্চাদিকে *প্রকাশাদিত্য” কথাটি লিখিত আছে। উহা পুরগুপ্তের উপাধি বলিয়া পণ্ডিতগণ সিদ্ধান্ত করিয়াছেন। ইহার মাতার नाम अनखएषबैौ ; गछदङः ट्रेनि cबोधङ्गौ वनढ रुईीब्र ठनद्रां । हेनि সম্ভবতঃ ৪৮৪ খৃঃ অন্ম হইতে ৪৯০ খৃঃ অঙ্গ পৰ্য্যন্ত রাজত্ব করেন । এই সময়ে তদীয় সেনাপতি ভট্টার্ক বল্লভী জয় করেন। পূৰ্ণমালবাধিপতি বুধগুপ্ত র্তাহান্ন সমসাময়িক । বুধগুপ্তের অধীনে মাতৃবিষ্ণু ও ধন্যবিষ্ণু ইরাণ প্রদেশের সিংহাসনে সমাঙ্গঢ় ছিলেন। এই ধন্যবিষ্ণুর সময়েই, আনুমানিক ৪৯• খৃষ্টাম্বে হুশরাজ তোল্পমান শাহ রাজপুতনা ও মালৰ এদেশে আধিপত্য ৰিষ্কার করিতে সমর্থ হইয়াছিল। ৪৮৪ খৃষ্টাৰে ।