পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sई ज:] ৰশোধৰ্ম্মন। ty9 বী হইলেন। ইহাতে মিহিরকুল লজ্জা ও অপমানে স্কুদ্ধ হইয়া মুখমণ্ডল স্বীয় পরিচ্ছদ দ্বারা আচ্ছাদিত করিলেন। মন্ত্ৰীগণ পরিবেষ্টিত রাজসিংহাসনে উপবিষ্ট মহারাজ বালাদিত্য তদীয় জনৈক আমাতাকে মিহিরকুলের মুখাবরণ উন্মোচন করিবার জন্য আদেশ করলে, মিহিরকুল উত্তর করিলেন “প্ৰভু এবং প্রজা স্থান বিনিময় করিয়াছে ; শত্রুর মুখবলোকন করা নিফল, বাক্যালাপের সময় আমার মুখ্যদর্শন করিলে কি লাভ হইবে ?" বালাদিত্য ৰারক্রয় আদেশ প্রদান করিয়াও বিফলমনোরথ হইলে, তিনি তাহাকে শাস্তিপ্রদান করিবার জন্য আজ্ঞা করিলেন। কিন্তু বালাদিত্যের আদেশ এবং বহু অনুরোধ সত্বেও মিহিরকুল মুখের কাপড় অপসারণ করিতে বিরত রছিলেন। বালাদিত্যের মাতা অতিশয় মনস্বিনী ও জ্যোতিষ-বিদ্যা-পারদর্শিদী ছিলেন। মিহিরকুলের প্রতি দণ্ডাজ্ঞার বিষয় অবগত হইয়া তিনি র্তাহাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিলেন। বালাদিত্যের আদেশে মিহিরকুল তাহার সমীপে নীত হইলে তিনি তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, *আছা । মিহিরকুল, তুমি লজ্জিত হইওন, সমস্ত পার্থিব বস্তুই ক্ষণস্থায়ী ; সৌভাগ্য এবং দুর্ভাগ্য ঘটনায়ুসারে চক্রবৎ পরিবর্তিত হইতেছে। তোমাকে দেখিয়া আমার পুত্র-বাৎসল্য উপস্থিত হইয়াছে। তুমি মুখাবরণ উন্মোচন •कब्रिञ्च श्रांबांग्न जान्न श्रांशां★ कब्र * ब्रांछ-भांडांब्र दछ् श्रांकिकरन মিহিরকুল মুখের কাপড় খুলির ফেলিলেন এবং তাহার সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। অতঃপর মাতার আদেশে বালাদিত্য মিছিন্নকুলকে একজন তরুণী কুমারীর সঙ্গে বিবাহান্তে মুক্তিপ্রদান পূর্বক বিদায় দিলেন।” f চৈনিক পৱিাজকের আড়ম্বরপূর্ণ কাহিনী বত্য সত্য তা নিচ সংশয়ে বল কঠিন। মিহিরকুলের নিষ্ঠুরতার কাহিনীর সহিত বৌদ্ধধর্ধে