পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ৪র্থ অঃ } ধৰ্ম্মাদিত্য-সমাচার দেব । so বৃদ্ধিমানসে কাবাজসনেয় লৌহিত্যগোত্রীয় সোমস্বামীনামক গুণবান ব্ৰাহ্মণকে দান করিয়াছেন। প্রথম তাম্রশাসনের ন্যায় এই তাম্রশাসনোক্ত ভূমিও "প্রতীত ধৰ্ম্মশীল” শিবচক্সের হস্তের পরিমাপানুসারেই অষ্টক-মবক নলদ্বারা অংশীকৃত করা হইয়াছে। প্রথম তাম্রশাসনখানি মহারাজাধিরাজ শ্ৰীধৰ্ম্মাদিত্যের তৃতীয় রাজ্যান্ধে উৎকীর্ণ হইয়াছে ; দ্বিতীয় তাম্রশাসন খানিতে কোনও তারিখের উল্লেখ নাই, কিন্তু উছাও ধৰ্ম্মাদিত্যের রাজত্ব সময়েই প্রদত্ত হইয়াছে। তৃতীয় খানি মহারাজাধিরাজ ঐগোপচস্ত্রের উনবিংশ রাজ্যান্ধে উৎকীর্ণ। . দ্বিতীয় ও তৃতীয় এই উভয় তাম্রশাসনেই উপরিক নাগদেব মহাপ্রতিহার, ও জ্যেষ্ঠ-কায়স্থ নয়সেন অধিকরণ মহত্তর, বলিয়া উক্ত হইয়াছে। কিন্তু প্রথম তাম্রশাসনে মহারাজ স্থাণুদত্ত বারক মণ্ডলের অধীশ্বর বলিয়৷ বর্ণিত হইয়াছেন। প্রথমও তৃতীয় তাম্রশাসনে ঘোষচন্দ্র ও অনাচার এই দুইজনের নাম এবং তিনখানিতেই শিবচন্ত্রের নাম দৃষ্ট হয়, সুতরাং উপরোক্ত তিন জনের জীবিতকালেই তাম্রশাসনত্রয় উৎকীর্ণ হইয়াছিল। প্রথম তাম্রশাসনে শিবচন্দ্রের কোনও বিশেষণ নাই, সম্ভবতঃ তৎকালে তিনি যুবকমাত্র ছিলেন, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় তাম্রশাসনে তাহাকে “প্ৰতীত ধৰ্ম্মশীল" বলা হইয়াছে,অৰ্থাৎ তৎকালে শিবচন্দ্র বিশ্বাসী ও ধৰ্ম্মশীল বলিয়া বারকমণ্ডলে খ্যাতিলাভ করিয়াছেন। সুতরাং প্রথম তাম্রশাসন উৎকীর্ণ হইবার পরে দ্বিতীয় তাম্রশাসন এবং তাহার পরে তৃতীয় তাম্রশাসন খানি উৎকীর্ণ হইয়াছিল বলিয়া অনুমিত হয়। মিঃ পার্জটার অনুমান করেন – ১। ধৰ্ম্মাদিত্য কিঞ্চিমুন চল্লিশ বৎসর পূর্বাঞ্চল শাসন করিয়াছিলেন। ২। প্রথম তাম্রশাসন তদীয় তৃতীয় রাজ্যাঙ্কে এবং দ্বিতীয় খানি তাহার রাজত্বের প্রায় শেষ সময়ে উৎকীর্ণ হইয়াছিল। ".