পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] হন। సెనె করিতেছে ; মধ্যে মধ্যে গহ্বরসমূহ ও ঝিলরাশি বিদ্যমান থাকিয়৷ এই উচ্চ বনভূমির উৎপত্তি লম্বন্ধে মনীষিবর্গের বিস্ময়োৎপাদন করিতেছে। ফাগুসন ও ম্যানফোর্ডের সিদ্ধান্তঞ্চ—মধুপুর বনাঞ্চলস্থিত ভূমির এতাদৃশ উন্নতাবস্থা গ্রাপ্তির কারণ অনুসন্ধান জন্ত অনেক মনীষিবৰ্গই মস্তিষ্ক পরিচালনা করিয়াছেন। মধুপুর বনভূমির উচ্চতা নিবন্ধনই ঢাকার উত্তরদিকস্থ ব্ৰহ্মপুত্রের প্রবাহ-পরিবর্তন সংঘটিত হইয়াছিল বলিয়া কেহ কেহ অনুমান করিয়া থাকেন। কিন্তু, শ্ৰীহট্ৰন্থ বিলসমূহের নিম্নতাও উহার প্রবাহ-পরিবর্তনের কারণ হইতে পারে। বদ্বীপের উৎপত্তির কারণ অনুসন্ধান ও তাহার বিশ্লেষণ করিলে উক্ত মতই অধিকতর সমীচীন বলিয়া প্রতীয়মান হয়। আবার প্রকৃতির যে অনমুলঙ্ঘনীয় নিয়মাধীনে নদ-নদীগুলি স্রোতোবাহিত পলিমাটির সঞ্চয় দ্বারা ভরাট হইতেছে এবং পুনরায় ঐ ভরটি স্থান দিয়াই অভিনব পথে প্রবাহিত হইতেছে তাহার আলোচনা করিলে উপরোক্ত দুইটা সিদ্ধান্তের কোনও একটতেই আস্থা স্থাপন করা যাইতে পারে না। এই বনভূমির উত্তর-পশ্চিমদিকস্থ স্থানসমূহ, ব্ৰহ্মপুত্রের বর্তমান উপত্যক অথবা শ্ৰীহট্টস্থ ঝিলসমূহের সন্নিকটবর্তী উচ্চার প্রাচীন উপত্যকাভূমি হইতে অনেক উচ্চ। সুতরাং মধুপুর অঞ্চল এবম্বিধ উন্নতাবস্থায় পরিণত হইবার পরেই তৎসন্নিহিত ভূমির পরিবর্তন সংসাধিত হইয়াছিল এরূপ অনুমান করা অসঙ্গত নহে। এসম্বন্ধে মিঃ ব্ল্যানফোর্ড যে তিনটী অনুমান উপস্থিত করিয়াছেন তাঙ্গ নিয়ে উদ্ধৃত করা গেল।

  • Mr. Fergusson's paper : Q. J. G. S XIV. 1863 Pageszi Gjo o

ard Geology of India pt 1 by Medlicott and Blanford.