পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

και υιο, ο ৰহুকাল যাবৎ ঢাকার নানা স্থান পৰ্য্যটন পূৰ্ব্বক ঐতিহ্য তথ্য সংগ্ৰহ করিয়া জাসিতেছি। ভূতপূৰ্ব্ব স্বধা-সম্পাদক কবিবর ঐযুক্ত দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার, তোষিণী সম্পাদক পণ্ডিত-প্রবর ঐধুক্ত অমুকুলচন্দ্র শাস্ত্রী, ঢাক্ষাপ্রকাশের ভূতপূৰ্ব্ব সহ-সম্পাদক পণ্ডিত শ্ৰীযুক্ত রাজকুমার চক্রবর্তী, স্বদেশ-প্ৰাণ ত্রযুক্ত যোগেন্দ্র কিশোর রক্ষিত এবং ক্রমান দ্বিজেন্দ্রনাথ রায় প্রমুখ বন্ধুবৰ্গ ঢাকার একখান ইতিহাস প্রণয়ন করিবার জন্য আমাকে অনুরোধ করেন। এই বিরাট ব্যাপারের গুরুত্ব অনুভব করিয়া আমি কিন্তু প্রথমতঃ এই কাৰ্য্যে হস্তক্ষেপ করিতে সাহসী হই নাই ; কিন্তু তাহাদিগের নিৰ্ব্বন্ধাত্তিশয় ঔৎসুক্য আমি কোনও মতে প্রত্যাখ্যান করিতে সক্ষম হইলাম না। ফলে ১৩০৮ সনের পৌষের ভারতীতে সৰ্ব্বপ্রথমে “ঢাকাও ঢাকেশ্বরী” প্রবন্ধের অবতারণা করিয়া কার্য্যে হস্তক্ষেপ করি। ঐ প্রবন্ধ দেখিয় ঢাকার রেজিষ্ট্রেমন বিভাগের সুযোগ্য ইন্‌ পেক্টর খান বাহাদুর প্রযুক্ত সৈয়দ আওলাদ ছোসেন এবং বঙ্গের অদ্বিতীর চিন্তাশীল লেখক সাহিত্যাচার্য স্বৰ্গীয় কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগর সি, আই, ই প্রভৃতি মহোদয়গণ আমাকে যথেষ্ট উৎসাহিত করেন। পরে, ১৩৭৯ সনে সুধা পত্রিকায় “ঢাকার প্রাচীন কাহিনী” শীর্ষক কয়েকটা প্রবন্ধ প্রকাশিত হয়। সমালোচনা ক্ষেত্রে “সাহিত্য,” “ঢাকা গেজেট”, "ইষ্ট”, “ঢাকা প্রকাশ”প্রভৃতি পত্রিকায় ঐ সমর্জগুলির সমালোচনা আমার নিকটে নিতান্ত উৎসাহের কারণ হইয়াছিল। ঢাকার ইতিহাস সম্বন্ধীয় বিবিধ প্রবন্ধ “ঢাকা রিভিউ ও সন্মিলন, “প্রতিভা” “জাদুৰী,” “নুপ্রভাত” “বিশ্ববাঞ্জ” প্রভৃতি পত্রিকায় বিভিন্ন সময়ে একাশিত হইয়াছে। “ঢাকা প্রকাশ," “ঢাকা গেজেট,” “শিক্ষা সমাচার” প্রভৃদ্ধি সাপ্তাহিক কাগজে কোনও কোনও প্রবন্ধ উদ্ধ ভ করি। সম্পাদকগণ আমাকে যথেষ্ট উৎসাহিত করিয়াছিলেন।