পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चपट्टेम ज# । > >" এ ছলনা ? কোথা জটাজুট ? কোথা সেই শুভ্ৰ তুষারের ছটা, লীলাময় ?” হাসি সুমধুর হাসি, ভাষিলা মহেশ-চর অহরগোচরে মৃদুভাষে । “মহেশ্বরআদেশে এ পুরে আগমন আজি মম। নাম নন্দী, সদা সেই শঙ্কর-কিঙ্কর । জ্ঞানী তুমি শূরশ্রেষ্ঠ ; এ বিলাপ, কভু সাজে কি তোমারে, সুধি ? জয় পরাজয় দেব-রণে দানবের নিরর্থ সততই ;– ভুলিলা কি তথ্য কথা, হে দৈত্য-শেখর স্বরারি ; কেমনে কহ, মোহিলা অস্তুরপতি, এ সঙ্কটদিনে ? কুমার তোমার সহোদর, জ্যেষ্ঠ ভ্রাতা তুমি ; মহামায়ালীলা সুধু দেখাইলা শিশু তব অগ্ৰে । এ বিগ্রহ ভ্রাতৃদ্বয় মাঝে ; পরাজয় কিবা জয়, উভে উভ সনে, তুল্য কথা । বরঞ্চ বিজয় তব, এ পুণ্য সমরে ধষ্ঠ তুমি, মহাধস্বী ।” “স্বপনের কথ{ সম শুনিছি বীরতা তব,” কহিলেন বন্দী আজি ; “হে নন্দী-কেশরি । ভাগ্যদোষে বিপদে পতিত জনে, উচিত কি উপ