পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b br ত্রিদিববিজয় হাস ? মহেশের যা ছিল বাসনা, এত দিনে পূরাইল যোগী । বিফল করিলা ধাতা চির আশা ; এ জীবন করিলেন শূলী মরুময়। স্বজন আপন তার ভক্ত পর বুঝি ? ইন্দ্রিয়বিলাসী ইন্দ্রে, অত্যাচারী সহস্রাক্ষে, দয়া, বিরূপাক্ষ, তব । দোষী তব পাশে চিরভক্ত, তব চির দাস ? হায়, মহাতপে, মহাক্লেশ সহি, লভিনু যে দিব্য বর, আশুতোষ, কেমনে ভুলিলা কহ, সেই অঙ্গীকার, প্রভু ? এ কি লীলা, বুঝিব কেমনে ? নহে অপারক, তারক অস্থর, সুর-রণে ; জান সে সকলই, দেব ; বৃথা স্মৃতি-দাহ । কিন্তু এ নহে বিগ্রহ কভু ; জীবনের পরিণতি সনে জড়িত এ বিধি-চক্র । র্তেই সে বুঝিনু ব্যর্থ চির আশা আজি – লক্ষ লক্ষ জীব, দেব, নিমগ্ন সলিলে অতল ; কি মাহাত্ম্য কহ, সুধি, ডুবায়ে এ সবে তমোময় মহাজ্বদে ? যেমতি বাসনা শিবে হউক তেমতি । নহেক আপন তরে, এ কঠোর ক্রিয়া মোর ; এ সার কথা জানেন সর্বলজ্ঞ তিনি । নাহি